অলিম্পিক্সে নজির ভারতীয় মহিলা হকি দলের, ব্রোঞ্জের জন্য কাল নামবেন সিন্ধু

আজ মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে উঠলেন ভারতের কমলপ্রীত কউর।

July 31, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

৪১ বছর পর অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা হকি দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে ভারতীয় হকি দল।

অন্যদিকে চিনা তাইপে প্রতিদ্বন্দ্বী তাই যু ইংয়ের বিরুদ্ধে হেরে গেলেন পিভি সিন্ধুর। বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে স্ট্রেট গেমে ১৮-২১, ১১-২১ ব্যবধানে হারলেন তিনি। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে রবিবার কোর্টে নামবেন পিভি সিন্ধু।

আজ মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে উঠলেন ভারতের কমলপ্রীত কউর। তৃতীয় থ্রোয়ে ৬৪ মিটার দূরে ডিসকাস পাঠিয়ে তিনি ফাইনালে পৌঁছে গেলেন। সোমবার, ২ অগাস্ট মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনাল। কমলপ্রীত এদিনের পারফরম্যান্স বজায় রাখতে পারলে ভারতের পদক সংখ্যা বাড়তে পারে।

আগামীকাল কারা ভারতের প্রতিনিধিত্ব করতে নামবেন, দেখে নিন

গল্ফ – পুরুষ – উদ্ধায়ান মানে – ভোর ৪:০০

ইউকেস্ট্রিয়ান – ইন্ডিভিজুয়াল ইভেন্ট – ফৌহাদ মির্জা – সকাল ৫:৩০টা

বক্সিং – পুরুষদের কোয়ার্টার ফাইনাল: সতীশ কুমার বনাম বি জালোলোভ (উজবেকিস্তান) – সকাল ৯:৩৬

ব্যাডমিন্টন – মহিলাদের সিঙ্গলস, ব্রোঞ্জ পদক – পিভি সিন্ধু বনাম হি বিং জিয়াও (চিন) – বিকেল ৫টা থেকে

হকি – কোয়ার্টার ফাইনাল, পুরুষ: ভারত বনাম গ্রেট ব্রিটেন – বিকেল ৫:৩০

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen