জেল এড়াতে রুশ সেনায় যোগ, এখন ইউক্রেনে ‘যুদ্ধবন্দি’ ভারতীয় যুবক! কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি

December 22, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫২: পড়াশোনার জন্য পাড়ি দিয়েছিলেন রাশিয়ায় (Russia)। কিন্তু ভাগ্যের ফের ও পরিস্থিতির চাপে পড়ে নাম লেখাতে হয়েছিল রুশ সেনায় (Russian army)। বর্তমানে সেই ভারতীয় যুবক ইউক্রেন সেনার হাতে ‘যুদ্ধবন্দি’। বাঁচার আশায় সুদূর ইউক্রেনের জেল থেকে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ভারত সরকারের কাছে সাহায্যের আর্তি জানালেন গুজরাটের মোরবির বাসিন্দা মাজোতি সাহিল মহম্মদ হুসেন।

রবিবার রাতে মাজোতির একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইউক্রেনের হেফাজতে থাকা ওই যুবক অত্যন্ত হতাশ এবং ভীত। তিনি জানান, পড়াশোনার জন্য ২০২৪ সালের জানুয়ারি মাসে তিনি রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেখানে মাদক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিচারে তাঁর সাত বছরের জেল হয়। অভিযোগ, সেই সময় জেলযাত্রা এড়াতে তাঁকে রুশ সেনায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। উপায় না দেখে তিনি সেই প্রস্তাবে রাজি হন।

মাজোতির দাবি, ২০২৪ সালের অক্টোবরে যুদ্ধের ময়দানে পাঠানোর আগে তাঁকে মাত্র ১৬ দিনের নামমাত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এরপর যুদ্ধক্ষেত্রে নিজের দলের কমান্ডারের সঙ্গে মতবিরোধের জেরে তিনি ইউক্রেন সেনার কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।

ভিডিও বার্তায় ভারতীয় নাগরিকদের সতর্ক করে মাজোতি বলেন, “আমি এখন যুদ্ধাপরাধী হিসেবে ইউক্রেনে বন্দি। আমার ভবিষ্যৎ কী, আমি জানি না। তবে যারা উচ্চশিক্ষা বা চাকরির জন্য রাশিয়ায় আসছেন, তাঁদের আমি সাবধান করতে চাই। এখানে অনেক প্রতারক রয়েছে। শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে মাদক বা অন্যান্য ফৌজদারি মামলায় ফাঁসানো হচ্ছে।” এরপরই নিজেকে এই নরক থেকে উদ্ধার করার জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রীর কাছে করুণ আর্জি জানান তিনি।

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine war) ভারতীয়দের অংশগ্রহণ ও মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি (New Delhi)। সম্প্রতি বিদেশ মন্ত্রকের একটি রিপোর্টে জানানো হয়েছে, রুশ সেনাবাহিনীতে কর্মরত আরও ২৭ জন ভারতীয়ের মুক্তি ও প্রত্যার্পণের জন্য মস্কোকে জানানো হয়েছে। পাশাপাশি, ভারতীয়দের যাতে যুদ্ধে না পাঠানো হয়, সে বিষয়েও রাশিয়াকে কড়া বার্তা দিয়েছে ভারত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ১৫০ জনেরও বেশি ভারতীয়কে রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে ১২ জন নিহত হয়েছেন এবং ১৬ জন নিখোঁজ। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই ৯৬ জনকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। এখন মাজোতি সাহিল কবে দেশে ফিরতে পারেন, সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen