Indians Missing: যুক্তরাষ্ট্রে মাঝপথ থেকে নিখোঁজ চার প্রবীণ ভারতীয়

মার্কিন যুক্তরাষ্ট্রে (US) এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার প্রবীণ সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে। গিয়েছেন।

August 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১১:০০: মার্কিন যুক্তরাষ্ট্রে (US) এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার প্রবীণ সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। ৮০-র দশকে পা দেওয়া এই চারজন – ডঃ কিশোর দিবান (৮৯), আশা দিবান (৮৫), শৈলেশ দিবান (৮৬) ও গীতা দিবান (৮৪) – গত ২৯শে জুলাই, ২০২৫ থেকে নিরুদ্দেশ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

পরিবারটি বাফেলো (Buffalo) থেকে পিটসবার্গ (Pittsburgh) ও ওয়েস্ট ভার্জিনিয়ার (West Virginia) দিকে হালকা সবুজ টয়োটা ক্যামরি (Toyota Camry, নম্বর: EKW-2611) গাড়িতে যাচ্ছিলেন। গন্তব্য ছিল মার্শাল কাউন্টির প্রসিদ্ধ “প্যালেস অফ গোল্ড” (Palace of Gold)। ৩১শে জুলাই শেষবারের মতো তাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল পরিবারের।

পেনসিলভেনিয়ার ইরি (Erie) শহরের একটি বার্গার কিংয়ের (Burger King) সিসিটিভি ফুটেজে তাঁদের শেষ দেখা গিয়েছে। ক্রেডিট কার্ড লেনদেনও সেখানেই হয়েছিল। মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডোহার্টি জানিয়েছেন যে, গাড়ি বা যাত্রীদের কোনো খোঁজ এখনও মেলেনি।

পরিবারের পক্ষ থেকে মিসিং পোস্টার শেয়ার করে জানানো হয়েছে যে, “কোনো তথ্য থাকলে দয়া করে আমাদের ফোন করুন”। তারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার চেয়ে সাধারণ মানুষকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen