মুম্বই, নয়া দিল্লিকে টেক্কা! দেশের ব্যস্ততম Railway Station-র তকমা কার মুকুটে?
পূর্ব ভারতের রেল পরিবহণ ব্যবস্থার প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করে হাওড়া স্টেশন, যা বাংলাকে দেশের প্রধান প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত করে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: হাওড়া স্টেশন হল ভারতের প্রাচীনতম রেল স্টেশন। যা তৈরি হয়েছিল ১৮৫৪ সালে। আয়তন ও প্ল্যাটফর্ম সংখ্যার নিরিখে এটি দেশের অন্যতম বৃহত্তম রেল স্টেশন।

হাওড়া রেল স্টেশনে ২৩ টি প্ল্যাটফর্ম রয়েছে। যা একে দেশের ব্যস্ততম ও বৃহত্তম রেল স্টেশনে পরিণত করেছে।

পূর্ব ভারতের রেল পরিবহণ ব্যবস্থার প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করে হাওড়া স্টেশন, যা বাংলাকে দেশের প্রধান প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত করে। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করে এই স্টেশনের মাধ্যমে।

ভারতীয় রেলের ইতিহাসে হাওড়া স্টেশনের গুরুত্ব অপরিসীম। ১৮৫৪ সালে পূর্ব ভারতের প্রথম ট্রেন সফরের সাক্ষী ছিল হাওড়া স্টেশন। ট্রেনটি হাওড়া থেকে হুগলি পর্যন্ত সফর করেছিল।


হাওড়া স্টেশনের ঔপনিবেশিক স্থাপত্যশৈলী খুবই বিখ্যাত। ব্রিটিশ স্থপতি হ্যালসে রিকার্ডো স্টেশন ভবনটির নকশা করেছিলেন। লাল-ইটের হাওড়া স্টেশন ভিক্টোরিয়ান এবং গথিক স্থাপত্যশৈলী মিশেলে নির্মিত হয়েছিল।

হাওড়া স্টেশন হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত, হাওড়া ব্রিজের দ্বারা এটি সরাসরি কলকাতার সঙ্গে যুক্ত।

প্রতিদিন দশ লক্ষেরও বেশি যাত্রী এবং ৬০০ টিরও বেশি ট্রেন যাতায়াত করে হাওড়া স্টেশনের মাধ্যমে, সেই কারণে হাওড়া রেলওয়ে স্টেশন ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম।
