‘ভারতের সবচেয়ে বড় বিপদ গণতন্ত্রের উপর আঘাত’, বিদেশের মাটিতে মোদীকে তোপ রাহুলের

October 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৩: এবার কলম্বিয়া! ফের বিদেশ সফরে গিয়ে মোদীর সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কলম্বিয়ায় পড়ুয়াদের সভায় বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, ভারতের সবচেয়ে বড় বিপদ হল ‘গণতন্ত্রের উপর আঘাত’। কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের রাহুল বলেন, ‘‘ভারতে অনেক ধর্ম, সংস্কৃতি এবং ভাষা রয়েছে। আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা সকলকেই পরিসর দেয়। কিন্তু এই মুহূর্তে, গণতান্ত্রিক সেই ব্যবস্থা সব দিক থেকে আক্রমণের মুখে পড়েছে।’’

 

কলম্বিয়ার (Colombia) পড়ুয়াদের উদ্দেশ্যে রাহুল বলেন, ‘‘চীন যা করে তা আমরা করতে পারি না। মানুষকে দমন করা এবং একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করার বন্দোবস্ত আমাদের কাঠামো মেনে নেবে না।’’ কর্মসংস্থান নিয়েও মোদী সরকারকে আক্রমণ করতে ছাড়েননি রাহুল। কংগ্রেস সাংসদ বলেন, ‘‘ভারতে অর্থনৈতিক বৃদ্ধি সত্ত্বেও, আমরা চাকরির সুযোগ তৈরি করতে পারছি না। কারণ আমরা পরিষেবা-ভিত্তিক অর্থনীতি এবং উৎপাদন করতে পারছি না।’’

 

রাহুলের মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাহুলকে ‘প্রচারসর্বস্ব নেতা’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও বিদেশের মাটিতে মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল। ২০২৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মুখোমুখি হয়ে রাহুল জানিয়েছিলেন, মোদীর জমানায় ভারতে গণতন্ত্রের সঙ্কট সৃষ্টি হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen