তিন বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পদক, মীরাবাই চানু আনলেন রুপো

October 3, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ভারতের তারকা অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু আবারও প্রমাণ করলেন কেনও তিনি সেরা। হায়দরাবাদে অনুষ্ঠিত World Weightlifting Championships এর ৪৯ কেজি বিভাগে তিনি জিতেছেন রুপোর পদক। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক একটি সোনা এবং দুটি রুপো এখন তাঁর সংগ্রহে।

 

শুক্রবার মীরাবাই মোট তুলেছেন ১৯৯ কেজি ৮৪ কেজি স্ন্যাচ এবং ১১৫ কেজি ক্লিন অ্যান্ড জার্ক। শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও (৮৭ কেজি তোলার দুই প্রচেষ্টা ব্যর্থ হয়), তিনি দ্রুত ছন্দ ফিরে পান ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে। প্রথমে ১০৯ কেজি, তারপর ১১২ কেজি এবং শেষে ১১৫ কেজি তুলতে সফল হন যে ওজন তিনি টোকিও অলিম্পিকেও তুলেছিলেন।

 

এই পদক ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিন বছর পর ভারত আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পেল।

 

তবে স্বর্ণপদক জিতে নেন উত্তর কোরিয়ার রি সঙ গুম। তিনি ৯১ কেজি স্ন্যাচ এবং ১২২ কেজি ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২১৩ কেজি তুলেছেন, যা নতুন বিশ্ব রেকর্ড। থাইল্যান্ডের থানিয়াথন সুকচারোয়েন ১৯৮ কেজি তুলে ব্রোঞ্জ পান।

 

মীরাবাই চানুর আন্তর্জাতিক যাত্রা বরাবরই অনন্য। ২০১৭ সালে আমেরিকার আনাহাইমে তিনি ৪৮ কেজি বিভাগে জিতেছিলেন বিশ্ব খেতাব। ২০২২ সালে কলম্বিয়ার বোগোটায় পান রুপো। এবারের হায়দরাবাদে রুপো জয় তাঁর ধারাবাহিকতাকে আরও একবার সামনে আনল।

 

ভারতের ১৪ সদস্যের দল এবার নাম লিখিয়েছে এই প্রতিযোগিতায়, যা চলবে ১১ অক্টোবর পর্যন্ত এবং যা আগামী কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জনের মঞ্চ হিসেবেও কাজ করছে। মহিলাদের দলে রয়েছেন কয়েল বার (৫৩ কেজি), বিন্দ্যারানি দেবী সোরোখাইবাম (৫৮ কেজি), নিরুপমা দেবী সেরাম (৬৩ কেজি), হরজিন্দর কৌর (৬৯ কেজি), বংশিতা ভার্মা (৮৬ কেজি) ও মেহক শর্মা (৮৬ কেজি+)। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে এদের মধ্যে বিন্দ্যারানি, নিরুপমা ও মেহক রুপো জিতেছিলেন, আর হরজিন্দর ও বংশিতা ব্রোঞ্জ।

 

পুরুষদের দলে নেতৃত্বে রয়েছেন কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জজয়ী লভপ্রীত সিং। তিনি এ বছরও কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন। এছাড়া আজিত নারায়ণা ও অজয়া বাবু ভাল্লুরি সোনা জিতেছিলেন সেই আসরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen