দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের দল ঘোষণা BCCI-র, নেতৃত্বে কে?

November 23, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজের (India vs South Africa 2025) দল ঘোষণা করল BCCI। শুভমন গিলের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (Lokesh Rahul)। উল্লেখ্য, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ বার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল।

চোটের জন্য শুভমনকে পাওয়া যাচ্ছে না। শ্রেয়স আয়ারও মাঠের বাইরে। এই পরিস্থিতিতে নতুন অধিনায়ক বেছে নিলেন আগরকর, গম্ভীররা। বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহ, সিরাজকে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন। দু’জনেই দলে রয়েছেন। সিরিজে তিনটি একদিনের ম্যাচ খেলবেন বিরাটরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ এবং ধ্রুব জুরেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen