বিশ্বজয়ী সংগ্রাম কৌশল, মিসেস ওয়ার্ল্ড খেতাব ফিরল ভারতে

ইনস্টাগ্রামে সে খবর জানিয়েছেন জম্মু-কাশ্মীরের কন্যা সংগ্রাম কৌশল। তিনি লিখেছেন, অপেক্ষার অবসান হল। খেতাব পুনরুদ্ধার করত ২১ বছর লেগে গেল।

December 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার রাতে বিশ্বজয় করলেন ভারতের সংগ্রাম কৌশল (Sargam Koushal)। তাঁর হাত ধরে প্রায় দুই দশক পর মিসেস ওয়ার্ল্ড খেতাব ফিরল দেশে। ৬৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে মিসেস ওয়ার্ল্ড ২০২২ (Mrs World 2022) হলেন সংগ্রাম কৌশল। উল্লেখ্য, বিবাহিত মহিলাদের জন্য ১৯৮৪ সাল থেকে এই সৌন্দর্য পুরস্কার দেওয়া শুরু হয়। ২০০১ সালে ভারতের হয়ে প্রথম মিসেস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন অদিতি গোবিত্রিকর।

​​গতবারের বিজয়ী মার্কিন মহিলা শেলিন ফোর্ড, লাস ভেগাসে এবারের বিজয়ী সংগ্রাম কৌশলের মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন। ইনস্টাগ্রামে সে খবর জানিয়েছেন জম্মু-কাশ্মীরের কন্যা সংগ্রাম কৌশল। তিনি লিখেছেন, অপেক্ষার অবসান হল। খেতাব পুনরুদ্ধার করত ২১ বছর লেগে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen