এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় ভারতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২৩.৩৫: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার এশিয়া কাপের গ্রুপ এ-র বড় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত জয় ভারতের। ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করল সূর্যকুমার যাদবের দল।
প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র ১২৭ রানে গুটিয়ে যায়। ভারতের স্পিন ত্রয়ী কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী পাক ব্যাটারদের কাবু করে রাখেন। কুলদীপ নেন ৩ উইকেট মাত্র ১৮ রানে, অক্ষর ৪ ওভারে দেন ১৮ রান ও তুলে নেন ২ উইকেট, আর বরুণ ৪ ওভারে ২৪ রান দিয়ে পান ১ উইকেট। শুধু স্পিনাররাই নয়, জসপ্রীত বুমরাহের আগ্রাসী বোলিংও পাকিস্তানকে চাপে ফেলে দেয়। অক্ষর, কুলদীপ ও বরুণ মিলে ৪০টি ডট বল করেন, বুমরাহ একাই দেন ১৫টি ডট বল।
পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ একেবারে ভেঙে পড়ে। ওপেনার সাঈম আয়ুব শূন্য রানে হার্দিক পান্ডিয়ার বলে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর বুমরাহ ফিরিয়ে দেন আগের ম্যাচের সেরা ব্যাটার মোহাম্মদ হারিসকে। সামান্য প্রতিরোধ গড়ে তোলেন সাহেবজাদা ফারহান, যিনি ৪৪ বলে ৪০ রান করেন। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ঝোড়ো ১৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস না থাকলে পাকিস্তানের সংগ্রহ ১২৫-ও ছুঁতে পারত না।
ভারতের লক্ষ্য ছিল সহজ। শুভমন গিল ১০ রানে আউট হলেও অভিষেক শর্মা মাত্র ১৩ বলে ৩১ রান করে জয়ের ভিত গড়ে দেন। সূর্যকুমার যাদব (৩৭ বলে অপরাজিত ৪৭) ও তিলক বর্মা মিলে তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন। তিলক আউট হওয়ার পর শিবম দুবে ক্রিজে এসে সূর্যকুমারের সঙ্গে ম্যাচ শেষ করেন।
ভারতের এই জয়ে আবারও স্পষ্ট হল বড় মঞ্চে পাকিস্তানের ব্যর্থতা। কুলদীপের স্পিনের জাদুতে পাক ব্যাটাররা দিশেহারা হয়ে পড়েন। সঠিক শট নির্বাচন না করায় এবং স্পিন পড়তে না পারায় তারা একের পর এক উইকেট ছুড়ে দেন। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার টসে হেরে মাঠে নামলেও ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রাখেন।