IndiGo Flight Disaster: অবশেষে পদক্ষেপ করল কেন্দ্র, ১০ শতাংশ কমানো হল ইন্ডিগোর বিমান পরিষেবা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৩: অচলাবস্থা কাটছেই না! আজ অচলাবস্থা জারি। অবশেষে পরিষেবা বিভ্রাট এবং যাত্রী হেনস্তার পর ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্র। আজও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই আবহে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্র। বিমান সংস্থাকে উড়ান সংখ্যা ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, ইন্ডিগোর উড়ান সংখ্যা কমানো প্রয়োজন বলেই মনে করছে মন্ত্রক। মন্ত্রীর দাবি, ‘‘কোনও বিমান সংস্থা যতই বড় হোক না কেন, পরিকল্পনার ব্যর্থতা বা নিয়ম লঙ্ঘনের কারণে যাত্রীদের ভোগান্তির মুখে ফেলতে পারে না।’’ ২০২৫-২৬ সালের শীতকালীন সূচি অনুযায়ী, দৈনিক ২,৩০০-র বেশি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। ২ ডিসেম্বর থেকে পরিষেবা ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত ৪০০০-রও বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো। সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া ও নতুন ডিউটি নীতির জন্য কর্মী সঙ্কট সহ নানা কারণে এমন বিপর্যয় ঘটেছে।
যাত্রীদের লাগাতার নাজেহাল হওয়ার ঘটনায় নড়েচড়ে বাধ্য হয়ে পদক্ষেপ করেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। শীতকালীন সূচি অনুযায়ী, গত বছরের তুলনায় ইন্ডিগোর উড়ানের সংখ্যা ৯.৬৬ শতাংশ বেড়েছে। ইন্ডিগো দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে পারেনি বলেই মত ডিজিসিএ-র। তাই উড়ান সংখ্যা কমাতে বলা হয়েছে। আগামী বুধবারের মধ্যে ইন্ডিগোকে সংশোধিত সময়সূচি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ইন্ডিগো ইস্যুতে সংসদে কার্যত কেন্দ্রকে চেপে ধরেছে বিরোধীরা।