স্পাইসজেটের পর ইন্ডিগো! ফের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ!
সূত্রের খবর, যাত্রীদের উদ্ধার করতে ইন্ডিগোর তরফে আরেকটি বিমান করাচি বিমানবন্দরে পাঠানো হয়েছে।

ফের জরুরি অবতরণ করতে হল ইন্ডিগো বিমানকে। রবিবার সকালে যান্ত্রিক ত্রুটি থাকায় ইন্ডিগোর (IndiGo) একটি বিমান করাচি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই বিমানের যাত্রীরা নিরাপদেই আছেন। এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয়বার পাকিস্তানের মাটিতে নামল ভারতীয় বিমান।
বিবার সকালে শারজা (Sharjah) থেকে হায়দরাবাদে আসার সময় মাঝ আকাশে ইন্ডিগোর 6E-1406 বিমানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। সঙ্গে সঙ্গে তিনি বিমানটি করাচি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেন। করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে সিগন্যাল মিলতেই পাকিস্তানের মাটিতে অবতরণ করে বিমানটি। সেকারণেই দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে বিমানের যাত্রীরা এখনও পাকিস্তানের মাটিতেই রয়েছেন।
সূত্রের খবর, যাত্রীদের উদ্ধার করতে ইন্ডিগোর তরফে আরেকটি বিমান করাচি বিমানবন্দরে পাঠানো হয়েছে। কিন্তু বারবার কেন এভাবে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে গত কয়েকদিনে অন্তত ৬ বার ইন্ডিগোর বিমানে কোনও না কোনও সমস্যা ধরা পড়ল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সবকটি ঘটনাই খতিয়ে দেখছে।