দুই সপ্তাহের ব্যবধানে আবারও কেঁপে উঠল ইন্দোনেশিয়া

October 29, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১০.৪০: আবারও ভূমিকম্পের জেরে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ফের দ্বীপরাষ্ট্রের বান্দা সাগরে ভূমিকম্প হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। তবে কোনও প্রাণহানি ঘটেনি।
সুনামির কোনও সতর্কতা দেওয়া হয়নি।

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল বান্দা এলাকার সমুদ্রতল থেকে ১৩৭ কিলোমিটার (৮৫ মাইল) গভীরে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের পাশে অবস্থিত ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। জটিল টেকটোনিক বিন্যাসের কারণে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে এখানে।

উল্লেখ্য, এর আগে গত ১৬ অক্টোবর ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ভূমিকম্প হয়েছিল। কম্পনের তীব্রতা ছিল ৬.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এক জায়গায়। ওই ভূমিকম্পে কিছু বাড়িঘরের ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen