শিল্প বৃদ্ধির ধারা নিয়ে সন্দিহান বিভিন্ন মহল

আর ইন্ডিয়া রেটিংস জানাচ্ছে, এর আগেও এক দু’মাসের ভাল ফলের পরেই তলিয়ে গিয়েছে শিল্প। ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলার আগে আরও ক’মাস অপেক্ষা করা উচিত।

December 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আনলক (Unlock) পর্বে গত কয়েকমাসে বিভিন্ন সেক্টরে চাহিদা বেড়েছে। আর তার ফলে অক্টোবরে শিল্পবৃদ্ধি (Industrial growth) দাঁড়িয়েছে ৩.৬ শতাংশ। সেপ্টেম্বরের ০.৫ শতাংশ ধরে এই নিয়ে টানা দু’মাস তা থাকল বৃদ্ধির গণ্ডিতে। তবে আগামী দিনে এই গতি কতটা ধরে রাখা যাবে, তা নিয়ে সন্দিহান বিভিন্ন মহল।

তাদের মতে, এর আগেও বহুবার এক দু’মাসের বৃদ্ধির পরেই ফের শিল্পোৎপাদন মুখ থুবড়ে পড়েছে। ফলে যত দিন না টানা কয়েক মাস উত্থানের হাত ধরে শিল্পে স্থিতিশীলতা আসে, তত দিন স্বস্তি মিলছে বলা যাবে না। সরকারি পরিসংখ্যান জানিয়েছে, অক্টোবরে ৩.৫ শতাংশ উৎপাদন বেড়েছে কল-কারখানায়। দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্য ও বিদ্যুৎ ক্ষেত্রে তা বেড়েছে যথাক্রমে ১৭.৬ শতাংশ ও ১১.২ শতাংশ।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে শিল্প সঙ্কুচিত হয়েছিল ৬.৬ শতাংশ। ফেব্রুয়ারিতে লকডাউনের আগে শেষ ৫.২ শতাংশ বৃদ্ধি হয়েছিল। এদিকে মূল্যায়ন সংস্থা ইক্রার মতে, অতিমারির পর থেকে অক্টোবরেই সব চেয়ে ভাল ফল করেছে শিল্প (Industry)। কিন্তু তা  তাদের ৫.৫ শতাংশের পূর্বাভাসের চেয়ে কম। আর ইন্ডিয়া রেটিংস জানাচ্ছে, এর আগেও এক দু’মাসের ভাল ফলের পরেই তলিয়ে গিয়েছে শিল্প। ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলার আগে আরও ক’মাস অপেক্ষা করা উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen