INDW vs SAW: বঙ্গতনয়া রিচার দুরন্ত ব্যাটিংয়ে মুখরক্ষা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫১ রান করল ভারত

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৬: রিচা ঘোষের দুরন্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াকু ইনিংস গড়ল ভারত। বিশ্বকাপে ভারতের জার্সিতে প্রথম অর্ধশতরান করলেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)।

আট নম্বরে নামিয়ে দেওয়া হলেও, দলের বিপর্যয়ের মাঝে একাই লড়লেন তিনি। ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ ওভারে ছক্কা মারতে গিয়ে আউট হন রিচা, শতরান হাতছাড়া হয় মাত্র ৬ রানে।

রিচার ব্যাটে ভর করেই ভারত পৌঁছায় ২৫১ রানে, যদিও ৫০ ওভার পূর্ণ হওয়ার আগেই ৪৯.৫ ওভারে অলআউট হয়ে যায় দল।

ভারতের শীর্ষ ব্যাটাররা আবারও ব্যর্থ- মন্ধানা ২৩, হরমনপ্রীত ৯, জেমাইমা শূন্য। রিচা যখন নামেন, স্কোর ছিল ৬ উইকেটে ১০২। সেখান থেকে স্নেহ রানার সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তোলেন তিনি।

শেষ ১০ ওভারে ভারত তোলে ৯৮ রান, যার বেশিরভাগই রিচার ব্যাট থেকে। তাঁর ইনিংসে ছিল গতি, সাহস, আর দায়িত্ববোধ। যদিও ইনিংসের মাঝে দু’বার ক্যাচ পড়া ও রান আউটের সুযোগ হাতছাড়া হয়, তবু রিচার লড়াই ভারতীয় সমর্থকদের মনে দীর্ঘদিন থাকবে।

শেষ ওভারে কোমরের উচ্চতার ফুলটসে ছক্কা মারতে গিয়ে আউট হন রিচা। নো-বলের আবেদন করেছিলেন, কিন্তু রিপ্লে-তে দেখা যায় মাত্র ৪ সেন্টিমিটার কম থাকায় তা নো-বল হয়নি। তাঁর আউটের পরেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen