অভিনব উদ্যোগ, মাধ্যমিকের সাফল্যের স্মৃতি বৃক্ষরোপণ জলপাইগুড়ির কন্যাশ্রীদের
স্কুলের প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন জানান, তাঁদের স্কুলে মাধ্যমিকের রেজাল্ট ভাল হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। জীবনের প্রথম বড় পরীক্ষার সাফল্যের স্মৃতি ধরে রাখতে রাস্তার ধারে গাছ লাগাল ছাত্রীরা। জলপাইগুড়ির মোহিতনগর কলোনি তারাপ্রসাদ গার্লস হাইস্কুলের ছাত্রীরা এই উদ্যোগ নিয়েছে।
স্কুলের প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন জানান, তাঁদের স্কুলে মাধ্যমিকের রেজাল্ট ভাল হয়েছে। বেশিরভাগ ছাত্রী উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ নম্বর ৮২ শতাংশ। স্কুল থেকে যেসব ছাত্রী মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, তারা স্কুলের সামনে রাস্তার পাশে একটি করে গাছ লাগিয়েছে। গাছগুলি ছাত্রীরাই পরিচর্যা করবে। ওইসব গাছ বড় হবে, ছাত্রীদের স্মৃতি হয়ে থেকে যাবে।
তিনি আরও জানিয়েছেন, এ বছর থেকে এই উদ্যোগ শুরু হল। এবার থেকে প্রতি বছর স্কুলের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীরা গাছ লাগাবে। প্রধান শিক্ষিকার দাবি, পরিবেশকে ভাল রাখতে গাছের বিকল্প নেই। স্কুলের সামনে রাস্তার ধারে গাছের সংখ্যা কম। প্রচণ্ড রোদে পথচারীদের কষ্ট হয়। তাই ছাত্রীদের মাধ্যমে গাছ লাগানোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।