“প্রাতিষ্ঠানিক হত্যা”: মহারাষ্ট্রের ধর্ষিতা চিকিৎসকের আত্মহত্যা নিয়ে সরব রাহুল গান্ধী

October 26, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: মহারাষ্ট্রের সাতারায় তরুণ চিকিৎসকের আত্মহত্যাকে “প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড” বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেছেন, এই ন্যায়বিচারের লড়াইতে তিনি দৃঢ়ভাবে নিহত চিকিৎসকের পরিবারকে সমর্থন জানাচ্ছেন।

সাতারার ২৯ বছর বয়সী এক নারী চিকিৎসক বৃহস্পতিবার রাতে একটি হোটেলের কক্ষে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। তিনি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

চিকিৎসকের হাতে পাওয়া একটি মারাঠি ভাষার নোটে বলা হয়েছে, স্থানীয় এক পুলিশকর্মী, ফলতান সিটি থানার সাব-ইন্সপেক্টর গোপাল বাদানে তাঁকে চারবার ধর্ষণ করেছেন। পাশাপাশি, তাঁর বাড়িওয়ালার ছেলে প্রশান্ত বাঁকারের দ্বারা শারীরিক ও মানসিক হয়রানির শিকার হয়েছেন তিনি। এই দু’জনকেই বর্তমানে গ্রেফতার করা হয়েছে।

আত্মহত্যার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চিকিৎসক আগেও অভিযোগ করেছিলেন যে হাসপাতালে অভিযুক্ত ব্যক্তিদের জন্য ফিটনেস শংসাপত্র জারি করতে পুলিশ ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে চাপের মুখে পড়েছেন, কিন্তু তাঁর অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

রাহুল গান্ধী এই ঘটনাকে সামাজিক নৈতিকতাকে ধ্বংস করার মতো একটি ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন এবং সরকারের কাছে দ্রুত ও যথাযথ ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen