নতুন চুক্তির পরদিনই আগুন ঝরালেন মেসি! জোড়া গোল করে রেকর্ড ভাঙলেন ইন্টার মায়ামির অধিনায়ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৫: ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তিতে সই করেছেন একদিন আগেই। আর পরদিনই মাঠে নেমে যেন জানিয়ে দিলেন— বয়স শুধু সংখ্যা! ৩৮ বছর বয়সেও এখনও তিনি সেরা। জোড়া গোল করে দলকে জেতালেন লিওনেল মেসি। সেই সঙ্গে ভাঙলেন মেজর লিগ সকারের সর্বোচ্চ গোলের রেকর্ডও।
ন্যাশভিলের বিরুদ্ধে প্লে-অফের প্রথম ম্যাচেই ৩-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের ১৯ মিনিটেই লুইস সুয়ারেজের ক্রস থেকে শূন্যে ভেসে অসাধারণ হেডে গোল করেন মেসি— যা তাঁর ক্যারিয়ারের মাত্র ২৯তম হেড গোল। দ্বিতীয়ার্ধে তাদেও আলেন্দে দলের ব্যবধান বাড়ান। ম্যাচের যোগ করা সময়ে (৯৬ মিনিটে) প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে সহজেই দ্বিতীয় গোলটি করেন মেসি। ন্যাশভিলের হয়ে হানি মুখতার শেষ মুহূর্তে একটি গোল শোধ করলেও ফল বদলায়নি।
এই জোড়া গোলের সুবাদে মেজর লিগ সকারে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৩৯— যা তাঁকে এককভাবে শীর্ষে তুলেছে। আগে ৩৮ গোল করে যৌথভাবে এগিয়ে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। পাশাপাশি এই মরশুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন মেসি।
সব মিলিয়ে পেশাদার ফুটবলে এখন পর্যন্ত তাঁর গোল সংখ্যা ৮৯১। অর্থাৎ আর মাত্র নয়টি গোল দূরে মেসি ৯০০ গোলের জাদুকরী মাইলফলক থেকে। মাঠে তাঁর এই পারফরম্যান্স যেন প্রমাণ করল— কিংবদন্তিরা বয়সে নয়, ফুটবলে কথা বলেন পায়ের জাদুতে।
ইন্টার মায়ামির জন্য এ জয় শুধু প্লে-অফের শুভ সূচনা নয়, বরং বার্তা— লিওনেল মেসি এখনো বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।