এশিয়া কাপের আগে ছন্দে সুনীলরা, মঙ্গোলিয়াকে হারাল ২-০ গোলে

শুক্রবার মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারিয়ে শুরু করল সুনীল ছেত্রীরা।

June 10, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
শুক্রবার মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারিয়ে শুরু করল সুনীল ছেত্রীরা। ছবি সৌজন্যে: Twitter

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়া কাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বসেছে আন্তঃ মহাদেশিয় কাপ ফুটবলের আসর। শুক্রবার মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারিয়ে শুরু করল সুনীল ছেত্রীরা।

ফিফা ক্রম তালিকায় ভারতীয় দল রয়েছে ১০১তম স্থানে। আর মঙ্গোলিয়া রয়েছে ১৮৩তম স্থানে। এদিন ম্যাচের ১৪ মিনিটের মধ্যে ২ গোল হয়ে গিয়েছিল ভারতের। প্রথমেই ২ মিনিটের মাথায় ভারতকে সাহাল আব্দুল সামাদ এগিয়ে দেন। ১৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লাললিয়ানজুয়ালা ছাংতে। তবে এদিন অধিনায়ক সুনীল ছেত্রীকে ছন্দে দেখা যায়নি।

ম্যাচের মাত্র ২ মিনিটের মাথাতেই অনিরুদ্ধ থাপার ক্রস থেকে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন সাহাল আব্দুল সামাদ। তার ১২ মিনিট পর ফের ব্যবধান বাড়ায় ভারত। এবার কর্নার কিককে কাজে লাগিয়ে গোল করতে ভুল করেননি ছাংতে। এরপর দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েছিল মেন ইন ব্লু। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। উলটোদিকে ভারতীয় রক্ষণ ভাঙতে একেবারেই ব্যর্থ হয় মঙ্গোলিয়া। এর ফল ঘরের মাঠে টানা জয়ের রেকর্ড অব্যাহত রাখল ইগর স্টিম্যাশের দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen