বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে ‘প্লাস্টিক দান’ শিবির পঞ্চায়েতের
রাজ্যজুড়ে আগামী ১ থেকে ৩ জুলাই পর্যন্ত ‘প্লাস্টিক দান’ শিবির নামে এক বিশেষ কর্মসূচি নিচ্ছে পঞ্চায়েত দপ্তর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৬: আগামী ৩রা জুলাই বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে মানুষকে উৎসাহিত করতে পালন করা হয় এই দিনটি।
প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক:
- প্লাস্টিক অভঙ্গুর, সহজে মিশে যায় না, ফলে মাটি ও জলকে দূষিত করে পরিবেশের ক্ষতি করে।
- প্লাস্টিক দূষণের কারণে বিভিন্ন ধরণের প্রাণী মারা যায়, বিশেষ করে সামুদ্রিক প্রাণী।
- প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার খরচ অনেক বেশি।
দিনটি পালনের উদ্দেশ্য:
- প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য এবং প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা।
- পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের গুরুত্ব সম্র্পকে মানুষকে অবহিত করে পরিবেশকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে উৎসাহিত করা।
এইসব মাথায় রেখেই রাজ্যজুড়ে আগামী ১ থেকে ৩ জুলাই পর্যন্ত ‘প্লাস্টিক দান’ শিবির নামে এক বিশেষ কর্মসূচি নিচ্ছে পঞ্চায়েত দপ্তর। আগামী ২৫ জুন থেকে ব্লকে ব্লকে সচেতনতামূলক প্রচার শুরু হবে। সেই সব কর্মসূচিতে প্লাস্টিকের বিপদ নিয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। পঞ্চায়েত দপ্তরের নির্দেশ, প্রতিটি পর্যটন কেন্দ্র, ধর্মীয় স্থান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে এই শিবির করতে হবে।
উদ্দেশ্য হল, রাস্তাঘাটে প্লাস্টিক ফেলে দূষণ ছড়ানোর বদলে সেগুলি শিবিরে এসে দান করলে, বিনিময়ে মিলবে একটি কাপড়ের ব্যাগ। পাশাপাশি দূষণ ও প্রতিরোধ করা যাবে। ইতিমধ্যেই দপ্তরের তরফে জেলাশাসকদের চিঠির সঙ্গে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও পাঠানো হয়েছে। এই কর্মসূচীতে পঞ্চায়েতের সদস্য-কর্মী, এলাকার ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারি সংস্থার কর্তা, স্বনির্ভর গোষ্ঠী থেকে সুশীল সমাজের প্রতিনিধিদেরও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, ১ থেকে ৩ জুলাই কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলি প্রস্তুত রাখতে হবে। সেখানে যাতে কোনওরকম আবর্জনা পড়ে না থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। যে এলাকায় যা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ হবে, তা তুলে দিতে হবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের সুপারভাইজারের হাতে।