পুনর্মিলনের আমন্ত্রণ কলসেন্টারের মাধ্যমে! বিজেপি নেতৃত্বের আপ্যায়নে‌ও কি ব্রাত্য দিলীপ ঘোষ?

December 25, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৫: একসময় বাংলায় বিজেপির সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম মুখ ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আক্রমণাত্মক বক্তব্য ও কড়া রাজনৈতিক অবস্থান তাঁকে রাজ্য রাজনীতিতে আলাদা পরিচিতি দিয়েছিল। কিন্তু সেই দিলীপ ঘোষই এখন দলের অন্দরে কার্যত কোণঠাসা। ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে আয়োজিত বঙ্গ বিজেপির (Bengal BJP) আদি নেতাদের পুনর্মিলন উৎসব ঘিরে তাঁর অভিমান আরও প্রকাশ্যে এসেছে।

২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে এই পুনর্মিলন সভার আয়োজন করা হয়। দলের পুরনো, বসে যাওয়া এবং একসময় সক্রিয় নেতাদের ফের সংগঠনের কাজে যুক্ত করাই ছিল মূল উদ্দেশ্য। সূত্রের খবর, এই কর্মসূচির অন্যতম দায়িত্বে ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী ছিলেন এমন নেতা, আগের রাজ্য কমিটির পদাধিকারী এবং প্রাক্তন জেলা সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

এই পুনর্মিলন উৎসবকে কেন্দ্র করেই দিলীপ ঘোষের ক্ষোভ চরমে ওঠে। অভিযোগ, রাজ্যস্তরের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁকে কোনও শীর্ষ নেতা সরাসরি আমন্ত্রণ জানাননি। বরং একটি কলসেন্টার থেকে ফোন করে তাঁকে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলা হয়। এই বিষয়টি মেনে নিতে পারেননি দিলীপ। সেই অভিমান থেকেই তিনি অনুষ্ঠানে না গিয়ে সিঙ্গুরে নিজের পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দেন।

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির দূরত্ব নতুন নয়। দীর্ঘদিন ধরেই দলের অন্দরে গোষ্ঠীকোন্দল চলছে। গত লোকসভা নির্বাচনে খড়গপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রার্থী হওয়া এবং সেখানে পরাজয়ের পর তাঁর ক্ষোভ প্রকাশ্যে আসে। একাধিক অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া নিয়ে টানাপোড়েনও সেই দূরত্বেরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen