কলকাতাকে হারিয়ে আইপিএলে লিগের শীর্ষে উঠল চেন্নাই
প্রসিধ কৃষ্ণের এক ওভারে ২২ রান নিয়ে চেন্নাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জাড্ডু। চেন্নাইকে জেতানোর আসল নায়ক জাদেজা হলে, কলকাতার হারের জন্য খলনায়ক হয়ে গেলেন প্রসিধ কৃষ্ণ।

আবার শেষ ওভারে চূড়ান্ত নাটক। কিন্তু শেষ হাসি হাসল চেন্নাই সুপার কিংস। কলকাতাকে ২ উইকেটে হারিয়ে ফের শীর্ষে সিএসকে। এই জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে রবীন্দ্র জাদেজার। প্রসিধ কৃষ্ণের এক ওভারে ২২ রান নিয়ে চেন্নাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জাড্ডু। চেন্নাইকে জেতানোর আসল নায়ক জাদেজা হলে, কলকাতার হারের জন্য খলনায়ক হয়ে গেলেন প্রসিধ কৃষ্ণ।
কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে। শুরু থেকেই একের পর এক উইকেট পড়ে যাওয়ায় ছন্দ নষ্ট হয়েছিল কলকাতার। কিন্তু ষষ্ঠ উইকেটে দীনেশ কার্তিক এবং নীতিশ রানা জুটি গুরুত্বপূর্ণ ৪১ রান করে। যার হাত ধরে ১৭১ রান করে কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচ কলকাতারই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৯তম ওভারে ২২ রান দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ওই একটা ওভারেই ম্যাচ বেরিয়ে গেল কেকেআর-এর হাত থেকে। শেষ বলে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস৷