কে এল রাহুলকে কিনেছে আইপিএল-এর নতুন দল লখনৌ, কত দামে জানেন?

আইপিএলের নতুন দল আমদাবাদ অধিনায়ক করল হার্দিককে। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে শুক্রবার রাতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হল যে, হার্দিককেই তারা দলের নেতৃত্বের দায়িত্ব দিচ্ছে।

January 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী আইপিএলের জন্য তাঁকে কিনেছে নতুন দল লখনৌ। দাম শুনলে চমকে উঠবেন।

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন কে এল রাহুল (KL Rahul)। তিনিই হলেন যুগ্মভাবে আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার।

ভারতীয় মুদ্রায় ১৭ কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছে লখনৌ (Lucknow IPL Team)। আইপিএলে এত দাম পেয়েছেন আর একজন মাত্র ক্রিকেটার। তিনি, বিরাট কোহলি। ২০১৮ সালে যাঁকে ১৭ কোটি টাকা দিয়ে সই করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার সেই একই দাম পাচ্ছেন রাহুল।

রাহুলের পাশাপাশি লখনৌ দলে নিয়েছে মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকে। এঁদের মধ্যে স্টোইনিসের জন্য ৯ কোটি ২০ লক্ষ টাকা ও আনক্যাপড ক্রিকেটার রবি বিষ্ণোইয়ের জন্য ৪ কোটি টাকা খরচ করেছে।

আগামী আইপিএলের জন্য অবশ্য অনেক বড় দায়িত্ব পেলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলের নতুন দল আমদাবাদ অধিনায়ক করল হার্দিককে। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে শুক্রবার রাতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হল যে, হার্দিককেই তারা দলের নেতৃত্বের দায়িত্ব দিচ্ছে। সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের স্পেশালিস্ট, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানকেও দলে নিয়েছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen