গুজরাতে টাইটান্স বধ, রিঙ্কুর ঝোড়ো ইনিংসে রুদ্ধশ্বাস জয় কলকাতার

রশিদ খানের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে নাইটদের তরী। ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিং। খেলায় ফেরে নাইটরা। শেষ বলে পর্যন্ত খেলা গড়ায়। তিন উইকেটে জয়ী হয় নাইটরা।

April 9, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
রিঙ্কু সিংহ, ছবি সৌজন্যে-TOI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএল-র ১৬তম সংস্করণের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে নাইটদের ২০৫ রানের টার্গেট দেয় টাইটান্স। জোড়া অর্ধ শতরান করেন গুজরাতের বিজয় এবং সাই সুদর্শন। জবাবে নাইটদের ভেঙ্কটেশ ৮৩ রানের লড়াকু ইনিংস খেলেন। কিন্তু রশিদ খানের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে নাইটদের তরী। ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিং। খেলায় ফেরে নাইটরা। শেষ বলে পর্যন্ত খেলা গড়ায়। তিন উইকেটে জয়ী হয় নাইটরা।

টস জিতে নাইটদের বল করতে পাঠান গুজরাত টাইটান্সের অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নাইটদের বিরুদ্ধে চার উইকেট হারিয়ে ২০৪ রান তোলে টাইটন্স। গুজরাতের হয়ে ওপেন করেন শুভমন এবং ঋদ্ধিমান। পঞ্চম ওভারে সুনীল নারিনের বলে সাজঘরে ফেরেন ঋদ্ধি। ব্যক্তিগত ৩৯ রানে আউট হন গিল। নারিনের বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন ভারতের এই তরুণ তুর্কি। হাফ সেঞ্চুরি করেন সাই সুদর্শন। ৩৮ বলে ৫৩ রান করে নারিনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে প্যাভেলিয়নে ফেরেন সুদর্শন। অন্যদিকে, ঝোড়ো ব্যাটিং করেন বিজয় শঙ্কর, তিনিও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ২১ রানে ৫১ রানের ইনিংস খেলেন বিজয়। ২৪ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন বিজয়। পাঁচটি ছক্কা ও চারটি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। তিনটি উইকেট পেয়েছেন সুনীল নারিন।

জবাবে ব্যাট করতে নেমে ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় নাইটরা। শামির বলে আউট হয়ে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। এরপর ৬ রান করে জোশ লিটিলের বলে ফেরেন এন জগদীশন। ১২তম ওভারে দলগতভাবে একশো রানের মাইলফলক পেরোয় নাইটরা। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় নীতিশ রানার। ৪৫ রানে আলজারি জোসেফের বলে আউট নাইট অধিনায়ক। ৪০ বলে ৮৩ রানের ইনিংস খেলে আলজারি জোসেফের বলে প্যাভেলিয়নে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার। রশিদ খানে বলে মাত্র ১ রানে আউট হন আন্দ্রে রাসেল। পরপর দুই বলে সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে ফেরান রশিদ খান। হ্যাট্রিক করলেন রশিদ খান। এরপরেই টাইটান্সদের অনুকূলে খেলার পট পরিবর্তন হয়। কিন্তু ফের নাইটদের লড়াইয়ে ফেরান রিঙ্কু সিং। রিঙ্কুর ২১ বলে ৪৮ রানের সুবাদে জয়ী হয় কলকাতা। ছটি ছক্কা ও একটি চারে সাজানো ছিল রিঙ্কুর ইনিংস। কলকাতার সর্বশেষ স্কোর হয় ২০৭/৭। তিন উইকেটে গুজরাত বধ করে কলকাতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen