অরিজিতের সুরে IPL-2023-এর উদ্বোধন, বলিউডকে টেক্কা দিলেন দক্ষিণী তারকারা

চারবছর পরে আইপিএলে ফিরল উদ্বোধনী অনুষ্ঠান।

March 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
অরিজিৎ সিংহের সুরে শুরু হল ১৬তম আইপিএল। ছবি সৌজন্যেঃ Twitter

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চারবছর পরে আইপিএলে ফিরল উদ্বোধনী অনুষ্ঠান। সেই আনন্দ সুদে-আসলে পুষিয়ে নিল দর্শকরা। সঞ্চালিকা মন্দিরা বেদীর কেমছ আমেদাবাদ? শুরু করেছেন এভাবে। তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, আর ইউ রেডি?

তারপরই অরিজিৎ সিংহের সুরে শুরু হল ১৬তম আইপিএল। গুজরাতি গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন অরিজিৎ। একের পর এক হিট গান গাইলেন তিনি। তাঁর গানের তালে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম মাতোয়ারা।

এটা সেই আমেদাবাদ যেখানে পাঠান সিনেমার পোস্টার ছেঁড়া হয়েছিল, চলতে দেওয়া হয়নি সিনেমাটি। আর আজ যখন IPL –এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং নিজে ‘ঝুমে জো পাঠান’ গাইছেন, তখন সেখানে জনতার উল্লাস ছিল দেখার মতো। পাশাপাশি তামান্না ভাটিয়া ও রশ্মিকারা চোখধাধাঁনো পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন।

শেষবার আইপিএলের উদ্বোধনী মঞ্চ কাঁপিয়েছিলেন হৃত্বিক রোশন, ইয়ামি গৌতম, গুরু রান্ধাওয়া, শ্রদ্ধা কাপুর সহ বহু বলিউড তারকা। এবারের আইপিএল উদ্বোধনে স্বনামধন্য বাঙালি গায়ক অরিজিৎ সিং ছাড়া বলিউডের প্রায় কেউ নেই। এবারে এসছেন দক্ষিণের দুই বিখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশমিকা মন্দনা।

চলচ্চিত্র জগৎ-এ গুঞ্জন তাহলে কী বক্স অফিসের পর আইপিএল ২০২৩-এও দক্ষিণী তারকারা টেক্কা দিলেন বলিউড তারকাদের?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen