আজ ইডেনে কলকাতা বনাম হায়দ্রাবাদ, Twenty20-র যুদ্ধে এগিয়ে কে?

নাইট শিবিরের লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৪.১ কিলোমিটার গতিতে বল। অন্য শিবিরের উমরান মালিক ঘণ্টায় ১৫২.১ কিলোমিটারের উপরে বল করেন।

April 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
আজ ইডেনে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ, ছবি সৌজন্যে- IPL/BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নববর্ষের আগের সন্ধ্যায় আজ ইডেনে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এই মুহূর্তে আইপিএলের তালিকা চতুর্থ স্থানে রয়েছে কলকাতা, নয় নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। চলতি আইপিএলে টানা দুই ম্যাচে কার্যত উত্তেজনায় ফুটছে নাইট শিবির। অন্যদিকে, চলতি আইপিএল মরশুমে একবারই মোটে জয়ের মুখ দেখেছে সানরাইজার্স।

আজ দুই পেসারের লড়াইয়ের সাক্ষী থাকতে পারে ইডেনের বাইশ গজ। নাইট শিবিরের লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৪.১ কিলোমিটার গতিতে বল। অন্য শিবিরের উমরান মালিক ঘণ্টায় ১৫২.১ কিলোমিটারের উপরে বল করেন। তবে পিচে ঘাসের দেখা নেই, কয়েক ওভার খেলা গড়ালেই মন্থর হয়ে যাবে পিচ। তখনই ঘূর্ণিতে কেল্লাফতে করবেন স্পিনাররা। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মাদের ঘূর্ণি কেমন করে সামলাবেন সানরাইজার্সের ব্যাটসম্যানরা?

চন্দ্রকান্ত পণ্ডিত, ফার্গুসনের পাশাপাশি উমেশ যাদব, শার্দূল ঠাকুর বা টিম সাউদির মতো পেসারদের কীভাবে ব্যবহার করবেন, তাও দেখার। সানরাইজার্স শিবিরে স্পিনার বলতে রয়েছে আদিল রশিদ, মায়াঙ্ক মারকাণ্ড ও ওয়াসিংটন সুন্দর। ইডেনের মাঠে মার্করাম, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুকরা ব্যাট কেমন করেন, তারপরেই নির্ভর করছে আদৌ ম্যাচ জমবে কিনা। রিঙ্কু সিংয়ের ইনিংস, বেঙ্কটেশ আয়ার, অধিনায়ক নীতীশ রানাদের রানের মধ্যে থাকা, গুরবাজের পারফর্মেন্স সব মিলিয়ে ভরসা পাচ্ছে নাইট শিবির। মনে করা হচ্ছে, নাইটরা উইনিং কম্বিনেশন বদলাবে না। ফলে জেসন রয়, লিটন দাসদের আরও অপেক্ষা করতে হবে।

আজকে ম্যাচে দৃষ্টিভঙ্গির ফেভারিট কলকাতা নাইট রাইডার্স।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen