শুরু হল IPL-র দল গঠনের প্রস্তুতি, কোন কোন দলে বদল?

শুরু হয়ে গেল আইপিএলের দল গঠনের প্রস্তুতি

November 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুরু হয়ে গেল আইপিএলের দল গঠনের প্রস্তুতি। আসন্ন ডিসেম্বরেই বসবে নিলামের আসর। তার আগে চমক দিতে প্রস্তুত দলগুলি। নিলামের আগেই জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার কলকাতা নাইট রাইডার্সে খেলবেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চও নাইট শিবির ছেড়েছেন।

গত বছর দিল্লি ক্যাপিটালস ১১ কোটি টাকা দিয়ে শার্দূলকে কিনেছিল। কিন্তু সেভাবে কিছুই করতে পারেননি অলরাউন্ডার, দিল্লি তাকে ছেড়ে দেয়। সেই সুযোগেই শার্দূলকে নিজেদের শিবিরে নিল কেকেআর। গুজরাট টাইটান্স থেকে লকি ফার্গুসনকে ইতিমধ্যেই ফিরিয়ে এনেছে নাইট শিবির। আইপিএলের পরেই শুরু হবে অ্যাশেজ, সেই কারণেই অস্ট্রেলীয় ক্রিকেটাররা এবার আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চরা সেই কারণেই এবার আইপিএল খেলবেন না। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করার জন্যে ইংরেজ ক্রিকেটার স্যাম বিলিংসও নাম প্রত্যাহার করে নিয়েছেন।

অন্যদিকে, কায়রন পোলার্ডকে ছেড়ে দিয়েছে রোহিতরা। গত শনিবার গ্লেন ম্যাক্সওয়েলের অস্ত্রোপচার হয়েছে, ফলে তিনি এবারের আইপিএল খেলতে পারবেন না। সম্ভবত মিচেল স্টার্কও অ্যাশেজের প্রস্তুতির জন্য আইপিএল খেলবেন না। জল্পনা চলছে, রিটেনশনের শেষ দিনে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ত কেন উইলিয়ামসনকেই ছেড়ে পারে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen