IPL2024: চিপকের দুর্গে গুজরাতকে উড়িয়ে সহজ জয় চেন্নাইয়ের

নির্ধারিত ২০ ওভারে বড় রান তাড়া করতে নেমে ৬৩ রানে ৮ উইকেট হারিয়ে পরাজিত গুজরাত টাইটান্স।

March 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়ের ধারা অব্যহত রাখল চেন্নাই সুপার কিংস। আজ মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর সপ্তম লিগ ম্যাচে টস জিতে চেন্নাই সুপার কিংসকে শুরুতে ব্যাট করতে পাঠায় গুজরাত টাইটানস। গুজরাতকে দুরমুশ করে ফের জয়ের শিখরে দশবারের ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিংহ ধোনির বরফশীতল নেতৃত্ব।

দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের চাপে এদিন রীতিমতো ধ্বসে গেল গুজরাতি ব্যাটিং। ম্যাচের শুরু থেকেই রানের বন্যা দেখল চেন্নাই। সূচনাটা করেছিলেন রুতুরাজ গাইকওয়াড়(৪৬) ও রাচিন রবীন্দ্র(৪৬)। তবে ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ৫টি ছয় ও ২ টি চার সহযোগে ২৩ বলে ৫১ রানের ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসকে বড় রানের স্বপ্ন দেখান শিবম দুবে। ড্যারিল টিকে ছিলেন শেষ পর্যন্ত। শেষমেষ ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে সিএসকে। গুজরাতের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন রশিদ খান।

অন্যদিকে গুজরাতের একমাত্র সাই সুদর্শন ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। সুদর্শন করেন ৩৭ রান। নির্ধারিত ২০ ওভারে বড় রান তাড়া করতে নেমে ৬৩ রানে ৮ উইকেট হারিয়ে পরাজিত গুজরাত টাইটান্স।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen