IPL2024: ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হায়দ্রাবাদকে ৪ রানে হারাল কলকাতা

March 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। খেলা ছিল হায়দ্রাবাদের বিরুদ্ধে। আজ মাঠে উপস্থিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক ও সুপারস্টার শাহরুখ খান।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২০৭ রান তোলে নাইটরা। ৫১ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন সল্ট ও রমনদীপ। সল্ট করেন ৫৪, রমনদীপ ১৭ বলে ৩৫ রান করেন। এরপর ২৫ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। রিঙ্কু সিং করেন ২৩ রান।

২০৯ রান তাড়া করতে নামে হায়দ্রাবাদ। ক্লাসেন ২৯ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। ক্রিকেটে বলে Catches Wins Matches। কলকাতার হয়ে শেষ ওভারে ভেলকি দেখায় হার্ষিত রানা। হার্ষিতের বলে ক্লাসেনের একটি অনবদ্য ক্যাচ ধরেন সুয়াস শর্মা। এখানেই ম্যাচ ঘুরে যায়। কলকাতার হয়ে হার্ষিত রানা ৩টি ও আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হন আন্দ্রে রাসেল।অবশেষে ৪ রানে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen