IPL2024: রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরুর কাছে ৪ উইকেটে হারল পঞ্জাব

টসে জিতে বেঙ্গালুরু বোলিং করার সিদ্ধান্ত নেয়।

March 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরুর কাছে ৪ উইকেটে হারল পঞ্জাব

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ আইপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জের্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস।

টসে জিতে বেঙ্গালুরু বোলিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে পঞ্জাব। টিমের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান (৪৫ রান)। বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট নেন সিরাজ এবং ম্যাক্সওয়েল। একটি করে উইকেট নেন ইয়াস দয়াল ও আলজারি জোসেফ।

বেঙ্গালুরুর হয়ে অনবদ্য ব্যাটিং করেন বিরাট কোহলি। ৪৯ বলে ৭৭ রান করেন তিনি। শেষের দিকে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে টার্গেটে পৌঁছে দেন দীনেশ কার্তিক। ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। পঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নেন রাবাডা ও হারপ্রিত। একটি করে উইকেট নেয় স্যাম কুরান ও হার্শল প্যাটেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen