IPL 2025: ইডেনে রাজস্থানের মুখোমুখি KKR, আজ মহারণে এগিয়ে কে?
রাজস্থানের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএল ২০২৫ মরসুমের ৫৩ তম ম্যাচে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস (RR) এর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। KKR প্লে-অফে জায়গা নিশ্চিত করতে মরিয়া, যেখানে RR ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।
রাজস্থান রয়্যালস (RR) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলে মোট ৩১ বার মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলোর মধ্যে KKR জিতেছে ১৫ বার এবং RR জিতেছে ১৪ বার, যখন ২টি ম্যাচ ড্র হয়েছে ।
এর আগে গৌহাটির বারসাপারা স্টেডিয়ামে KKR রাজস্থানকে ৬ উইকেটে হারিয়েছে ।
চলতি আইপিএলে গত ৫ ম্যাচে ফলাফল: RR ৩টি এবং KKR ২টি ম্যাচ জিতেছে। ইডেন গার্ডেন্সে এই দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। এই মাঠে KKR-এর রেকর্ড কিছুটা ভালো হলেও, RR সম্প্রতি জয় পেয়েছে ।
গুরুত্বপূর্ণ খেলোয়াড়:
KKR: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, কোয়িন্টন ডি কক
RR: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, রিয়ান পরাগ, জোফরা আর্চার