বৃষ্টির কারণে পরিত্যক্ত কলকাতা বনাম পঞ্জাব ম্যাচ, কতটা লাভ হল নাইটদের?

এই ফলে পয়েন্ট টেবিলে পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স দু’দলই একটি করে পয়েন্ট পেল। এর ফলে প্লে অফের লড়াই আরও কঠিন হল নাইটদের। 

April 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলত, দু’দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে।

পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে তুলেছিল ২০১ রান। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং দুরন্ত ব্যাটিং করেন। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নামে প্রবল বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

এর ফলে পয়েন্ট টেবিলে পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স দু’দলই একটি করে পয়েন্ট পেল। কার্যত প্লে অফের লড়াই আরও কঠিন হল নাইটদের। 

চলতি আইপিএল মরসুমে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে নাইটরা। বর্তমানে তারা ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে।

যদিও খাতায়-কলমে এখনও শেষ চারে ওঠার সম্ভাবনা আছে নাইটদের, তবে সেটা অনেকটাই কঠিন। বাকি সব ম্যাচে জয় ছাড়া অন্য কোনও পথ নেই। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen