মুম্বই-দিল্লির প্লে-অফে ঝড়ের আশঙ্কা

মঙ্গলবার ভারতের আবহাওয়া দফতরের তরফে আগামী চার দিনের জন্য মুম্বইয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই কারণে এত কম সময়ে মাঠ বদলানো সম্ভব হয়নি।

May 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৯: আজ সন্ধ্যায় ওয়াংখেড়েতে হতে চলেছে দিল্লি বনাম মুম্বই ম্যাচ কিন্তু সেই ম্যাচেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা। আরব সাগরের পাশে থাকার কারণে ওয়াংখেড়েতে ঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা প্রবল।

এইবারের আইপিএলে অনেক ম্যাচের পয়েন্ট ভাগ হয়েছে ঝড়ের কারণে। গতকালও বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি দিল্লি এবং মুম্বই। আবহাওয়ার অবনতির কারণে ঠিক যেভাবে বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচ লখনউয়ে সরানো হয়েছে, সেভাবেই মুম্বই-দিল্লি ম্যাচ অন্যত্র সরানোর অনুরোধ করেছিলেন দিল্লির মালিক পার্থ জিন্দল।

কারণ, এই ম্যাচ যদি ভেস্তে যায় সেক্ষেত্রে নেট রান রেট এবং পয়েন্টের নিরিখে মুম্বইয়ের থেকে পিছিয়ে যাবে দিল্লি। যদি এই ম্যাচটি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে দিল্লি পৌঁছাবে ১৪ পয়েন্টে এবং মুম্বই পৌঁছাবে ১৫ পয়েন্টে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া দফতরের তরফে আগামী চার দিনের জন্য মুম্বইয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই কারণে এত কম সময়ে মাঠ বদলানো সম্ভব হয়নি। কিন্তু মঙ্গলবার বৃষ্টি র রূপ দেখে ম্যাচের সময়সীমা ১ ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনটিতেই ম্যাচে ১ ঘন্টা অতিরিক্ত সময় রাখা হয় কিন্তু এই ম্যাচে ২ ঘন্টা অতিরিক্ত সময় পাবেন খেলোয়াড়রা কিন্তু ওভার কমলে দুই দলই সমস্যায় পড়বে এটাই ধারণা বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen