IPL 2025: ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি PunjabKings

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০২:০০: আহমেদাবাদে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় ১৩৫ মিনিট পর শুরু হয়েছে সেমিফাইনাল ম্যাচ পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। এই বৃষ্টির কারণ দেখিয়েই ইডেন থেকে আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই ম্যাচ। তবে সূত্রের খবর, গ্যালারি ফাঁকা, ভরেনি স্টেডিয়াম। বৃষ্টির জন্য অনেকে বেরিয়ে গিয়েছেন বলে দাবি করা হয়েছে।
রাত ৯.৪৫ মিনিটে শুরু হয় ম্যাচ। প্রথমেই বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হয়ে মাত্র ৮ রানে আউট হয়ে যায় রোহিত শর্মা। তৃতীয় উইকেটের পতনের পর রেকর্ড করেন সূর্য কুমার যাদব। তিনি হলেন প্রথম প্লেয়ার যিনি ওপেনার না হয়ে IPL-এ ৭০০ রান করলেন। তিনি টপকে গেলেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।
উল্লেখ্য, আজ যদি ম্যাচ শুরু না করা যেত, তাহলে নিয়ম অনুযায়ী ফাইনালে উঠে যেত পঞ্জাব। এরকম পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় যে দল উপরে থাকে তারাই ফাইনালে ওঠে। সেই হিসাবে ১৯ পয়েন্ট থাকার সুবাদে ফাইনালে উঠতো পঞ্জাব।
পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০৪ রান টার্গেট ছিল Punjab-র ।
এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় পঞ্জাব কিংসের। ৮৭ রানের অপরাজিত ক্যাপ্টেন্স নক শ্রেয়সের ।
নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল। আইপিএলে ক্যাপ্টেন হিসেবে ৫০তম জয় শ্রেয়স আইয়ারের।