৬৫ কোটি নিয়ে নিলামে নামবে KKR, ঘোষিত হল IPL-র রিটেনশন তালিকা

November 15, 2025 | 3 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: ঘোষিত হয়ে গেল আইপিএল ২০২৬-র রিটেনশন ও রিলিজড প্লেয়ারদের তালিকা (IPL Retention and Release 2026)। আসন্ন ১৬ ডিসেম্বরের মহা নিলামের আগে প্রতিটি দলের হাতে কত টাকা রয়েছে, কারা থাকছেন দলে আর কারা বাদ পড়লেন, সবই স্পষ্ট হয়ে গেল। একাধিক নামকরা তারকা বাদ পড়েছেন, আবার নতুন মুখের উপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। শেষ মুহূর্তে ট্রেডে বদল হয়েছে একাধিক তারকা ক্রিকেটারের।

কলকাতা নাইট রাইডার্স (KKR)

রিটেনশন: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অঙ্ককৃষ রঘুবংশী, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, রমনদীপ সিং, বৈভব অরোরা, ময়ঙ্ক মার্কন্ডে, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী।
রিলিজড: লভনিত সিসোদিয়া, কুইন্টন ডি’কক, রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মইন আলি, স্পেনসার জনসন, আনরিখ নখিয়া এবং চেতন সাকারিয়া।
পার্স: ৬৪.৩ কোটি টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

রিটেনশন: রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জস হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, রশিখ দার, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, অভিনন্দন সিং।
রিলিজড: স্বস্তিক চিকারা, ময়ঙ্ক আগরওয়াল, মনোজ ভাণ্ডাগে, লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডি, মোহিত রাঠি, টিম সেইফার্ট, ব্লেসিং মুজারাবানি।
পার্স: ১৬.৪ কোটি টাকা

চেন্নাই সুপার কিংস (CSK)

রিটেনশন: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, এমএস ধোনি, ডিওয়াল্ড ব্রেভিস, উর্ভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খলিল আহমেদ, অংশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, শ্রেয়স গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস।
রিলিজড: রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে, স্যাম কুরান, মাথিশা পাথিরানা, আন্দ্রে সিদ্ধার্থ, শাইক রশিদ, রাচীন রবীন্দ্র, আন্দ্রে সিদ্ধার্থ, রাহুল ত্রিপাঠী, বংশ বেদি, দীপক হুডা, বিজয় শঙ্কর, কমলেশ নগরকোটি।
ট্রেড ইন: সঞ্জু স্যামসন (১৪ কোটি টাকা)
পার্স: ৪৩.৪০ কোটি টাকা

লখনৌ সুপার জায়ান্টস (LSG)

রিটেনশন: ঋষভ পন্থ (অধিনায়ক), আইডেন মার্করাম, হিম্মত সিং, ম্যাথু ব্রিটজকে, নিকোলাস পুরান, মিচেল মার্শ, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, আরশিন কুলকার্নি, আয়ুশ বাদোনি, আভেশ খান, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং রাঠি, আকাশ সিং, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব, মহসিন খান।
রিলিজড: ডেভিড মিলার, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী, রাজ্যবর্ধন হাঙ্গারকেকর, শামার জোসেফ, আকাশ দীপ, রবি বিষ্ণোই।
ট্রেড ইন: মহম্মদ শামি (১০ কোটি টাকা), অর্জুন তেণ্ডুলকর (৩০ লক্ষ টাকা)
পার্স: ২২.৯৫ কোটি টাকা

দিল্লি ক্যাপিটালস (DC)

রিটেনশন: কেএল রাহুল, করুণ নায়ার, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, টি নটরাজন, মিচেল স্টার্ক, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা, বিপরাজ নিগম, অজয় মন্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি।
রিলিজড: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, দর্শন নলকান্ডে, মোহিত শর্মা, মানবন্ত কুমার, সেদিকুল্লাহ অটল এবং ফাফ ডু প্লেসিস, ডোনোভান ফেরেরা।
পার্স: ২১.৮ কোটি টাকা

পাঞ্জাব কিংস (PBKS)

রিটেনশন: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, হর্নুর পান্নু, পিলা অবিনাশ, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, আজমাতুল্লা ওমরজাই, প্রিয়াংশ আর্য, মুশির খান, সূর্যাংশ শেডগে, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বৈশ্যক বিজয় কুমার, যশ ঠাকুর, লকি ফার্গুসন, জেভিয়ার বার্টলেট, মিচেল আওয়েন।
রিলিজড: জস ইংলিশ, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সেন, প্রবীণ দুবে
পার্স: ১১.৫০ কোটি টাকা

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

রিটেনশন: প্যাট কামিন্স (অধিনায়ক), অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন, ট্র্যাভিস হেড, হর্ষল প্যাটেল, ঈশান কিষান, জিশান আনসারি, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, অনিকেত বর্মা, এশান মালিঙ্গা, আর স্মরণ, হর্ষ দুবে, ব্রাইডন কার্স।
রিলিজড: অভিনব মনোহর, অথর্ব তাইদে, শচীন বেবি, উইয়ান মুল্ডার, সিমারজিৎ সিং, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, মহম্মদ শামি
পার্স: ২৫.৫ কোটি টাকা

গুজরাট টাইটান্স (GT)

রিটেনশন: রশিদ খান, শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, কাগিসো রাবাডা, জস বাটলার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, নিশান্ত সিন্ধু, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, মানব সুতার, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, গুরনুর ব্রার, সাই কিশোর, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস।
রিলিজড: শেরফেন রাদারফোর্ড, দাসুন শানাকা, মহিপাল লোমরোর, করিম জানাত, কুলওয়ান্ত খেজরোলিয়া, জেরাল্ড কোয়েৎজি
পার্স: ১২.৯০ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্স (MI)

রিটেনশন: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, রাজ অঙ্গদ বাওয়া, করবিন বশ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, অশ্বনী কুমার, আল্লাহ ঘফনজার
রিলিজড: মুজিব উর রহমান, রিস টপলে, লিজাদ উইলিয়ামস, ভিগনেশ পুথুর, কর্ণ শর্মা, কৃষ্ণান শ্রীজিৎ, সত্যনারায়ণ রাজু, বেভন জ্যাকবস, অর্জুন তেণ্ডুলকর
ট্রেড ইন: শেরফিন রাদারফোর্ড, ময়ঙ্ক মার্কণ্ডে, শার্দূল ঠাকুর
পার্স: ২.৭৫ কোটি টাকা

রাজস্থান রয়্যালস (RR)

রিটেনশন: যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা, জোফরা আর্চার, তুষার দেশপাণ্ডে, শুভম দুবে, যুধবীর সিং, বৈভব সূর্যবংশী, কোয়েনা মাফাকা।
রিলিজড: সঞ্জু স্যামসন, মহেশ থিকসানা, ফজলহক ফারুকি, ওয়ানিন্দু হাসরাঙ্গা, কুণাল রাঠোর, অশোক শর্মা, কুমার কার্তিকেয়া, আকাশ মাধওয়াল
ট্রেড ইন: রবীন্দ্র জাদেজা (১৪ কোটি টাকা), স্যাম কুরান (২.৪ কোটি টাকা)
পার্স: ১৬.০৫ কোটি টাকা

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen