আইপিএলের শীর্ষ চারে নেই কেকেআর, উঠে এল এই নতুন দল

আরসিবি দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ছয় নম্বর থেকে এক লাফে উঠে এসেছে তিনে

April 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: কেকেআরের টুইটার অ্যাকাউন্ট

শনিবার ডাবল হেডারের ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা জিতে আইপিএলের পুরো টেবলই রদবদল করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে লখনউ পাঁচ থেকে উঠে এসেছে দুইয়ে। আরসিবি আবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ছয় নম্বর থেকে এক লাফে উঠে এসেছে তিনে। গুজরাট টাইটানস অবশ্য শীর্ষস্থানই ধরে রেখেছে।

এই দুই দল উপরে ওঠায় দু’ধাপ করে নেমে গিয়েছে রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এই তিন দলের বর্তমান অবস্থান যথাক্রমে চার, পাঁচ এবং ছয়ে। কেকেআর নামতে নামতে একেবারে চারের বাইরে ছিটকে গিয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য কলকাতাকে হারানোর পরেও সাতে রয়ে গিয়েছে। আরসিবি-র কাছে হেরে আটেই রয়ে গেল দিল্লি। চেন্নাই নয় নম্বরেই রয়েছে। আর ছ’ম্যাচের মধ্যে একটিতেও জয় না পেয়ে মুম্বই লিগ টেবলের লাস্টবয় হয়েই রয়েছে।

তবে শীর্ষে থাকা গুজরাট টাইটানসের অবস্থান অন্য টিমগুলোর চেয়ে সবচেয়ে ভালো। তারা ৫ ম্যাচ খেলে মাত্র ১টিতে হেরেছে। লখনউ, ব্যাঙ্গালোর- দুই দল আবার ৬ ম্যাচ করে খেলে ফেলেছে। ২টি করে তারা ম্যাচ হেরেছে। আবার রাজস্থান এবং পঞ্জাব ৫টি করে ম্যাচ খেললেও, ২টি করে তারা হেরেছে। তাই লিগের ছয় নম্বর ম্যাচ যে সমস্ত টিমের খেলা বাকি, তারা প্রত্যেকে যদি জিতেও যায়, উল্টোদিকে টাইটানসও যদি জেতে, তবে তারাই সকলের উপরে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে অবস্থান করবে।

কলকাতা আবার ৬ ম্যাচের মধ্যে ৩টিতে হেরে বসে রয়েছে। হায়দরাবাদ ৫ ম্যাচের মধ্যে ২টিতে হারলেও রানরেটে অনেকটাই পিছিয়ে। দিল্লি তো আবার ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই হেরে বসে রয়েছে। চেন্নাই ৫ ম্যাচের মধ্যে ১টিতে জিতেছে। মুম্বই এখনও জয়ের খাতা খোলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen