IPL2024: লড়াই করেও পাহাড়প্রমাণ রান তাড়া করতে ব্যর্থ মুম্বই, হারল ৩১ রানে

আজ পুরো ম্যাচে ৫২৩ রান হয় ৪০ ওভারে।

March 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ আইপিএলে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স।

আজ পুরো ম্যাচে ৫২৩ রান হয় ৪০ ওভারে। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর করে ফেলল আজ সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে ৩৪ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন। ২৩ বলে ৬৩ রান করেন অভিষেক শর্মা, ২৪ বলে ৬২ করেন ট্রেভিস হেড। ২৮ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন মারক্রাম। মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট নেন পীযূষ চাওলা, হার্দিক ও Coetzee।

ব্যাট করতে নেমে মুম্বইও ভালো শুরু করে। রোহিত আউট হন ২৬ রান করে। ১৩ বলে ৩৪ রান করেন ঈশান কিষান। সর্বোচ্চ ৬৪ রান করেন তিলক ভার্মা। প্রবল লড়াই করে শেষমেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানে আটকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ৩১ রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen