Ali Khamenei: মহরমের প্রাক্কালে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা খামেইনি

শনিবার, তেহরানে (Tehran) মহরমের আশুরার (Ashura) আগের রাতে এক ধর্মীয় শোকসভায় অংশ নিতে দেখা যায় তাঁকে – যা শিয়া মুসলিমদের (Shia Muslims) জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন।

July 6, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: ইজরায়েলের সঙ্গে যুদ্ধের (Israel-Iran War) পর থেকে প্রথমবার প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেইনি (Ayatollah Ali Khamenei)। শনিবার, তেহরানে (Tehran) মহরমের আশুরার (Ashura) আগের রাতে এক ধর্মীয় শোকসভায় অংশ নিতে দেখা যায় তাঁকে – যা শিয়া মুসলিমদের (Shia Muslims) জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশেষ করে রয়টার্সের (Reuters) রিপোর্ট অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই অনুষ্ঠান সম্প্রচার করে, যেখানে দেখা যায় – কালো পোশাক পরিহিত খামেইনি মসজিদের একটি হল ঘরে প্রবেশ করছেন, যেখানে শত-শত মানুষ আশুরার জন্য সমবেত হয়েছেন। তাঁর প্রবেশের সময় উপস্থিত জনতা তাঁকে অভিবাদন জানিয়েছেন এবং ধর্মীয় স্লোগানে মুখর করে তুলছেন পরিবেশ, এমনটাও জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফৎ।

গত ১৩ই জুন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন খমেইনি। যুদ্ধের প্রথম দিকের দিনগুলিতে তিনি জনসমক্ষে আসেননি, বরং তাঁর ভাষণগুলি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে সম্প্রচারিত করা হয়।

এই দীর্ঘ অনুপস্থিতির সময় জল্পনা ছড়ায় খমেইনির অবস্থা নিয়ে। অনেকেই মনে করেছিলেন তিনি সম্ভবত কোনও নিরাপদ বাঙ্কারে (Bunker) আশ্রয় নিয়েছেন। তাঁর সমস্ত বার্তা ও ভাষণ তখন শুধু রেকর্ড করা ভিডিওর মাধ্যমেই প্রকাশিত হচ্ছিল। ইরান সরকার পরবর্তীতে জানায়, এটি ছিল একটি সচেতন নিরাপত্তামূলক সিদ্ধান্ত (Safety Protocol), কারণ যুদ্ধ পরিস্থিতিতে তাঁর জনসমক্ষে উপস্থিত হওয়া ঝুঁকিপূর্ণ হত।

ইমাম হুসেনের (Imam Hussein) শাহাদাত দিবসকে কেন্দ্র করে ইরানের শিয়া জনগণের আবেগ তুঙ্গে থাকে। এই দিনে সর্বোচ্চ নেতার উপস্থিতি শুধুমাত্র ধর্মীয় গুরুত্বই বহন করে না, এটি রাজনৈতিক বার্তাও দেয় – বিশেষ করে যখন দেশ এক সাম্প্রতিক যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে গিয়েছে বা যাচ্ছে। খমেইনির এই উপস্থিতি শুধু আধ্যাত্মিক কারণে নয়, বরং ইরানিদের মনোবল চাঙ্গা রাখার একটি কৌশল হিসেবেও ধরা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen