Amit Shah: বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী অমিত শাহ? কী বললেন মোদী?

মোদীর এই বক্তব্যকে শুধু প্রশংসা নয়, বরং অমিত শাহের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি সূক্ষ্ম ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

August 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২৫: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই মন্ত্রকের দায়িত্ব (Home Minister) সামলানোর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বলেছেন, “এই তো সবে শুরু”, আর এই মন্তব্য বিজেপি (BJP) নেতৃত্বকে ইঙ্গিত দিয়েছে যে, ৬০ বছর বয়সী শাহ ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পেতে পারেন।

এনডিএর (NDA) সংসদীয় দলের বৈঠকে সাংসদদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী অমিত শাহের কৃতিত্বের কথা উল্লেখ করে বলেন, তিনি লালকৃষ্ণ আডবানির (LK Advani) রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন। আডবানি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। অমিত শাহ ২০১৯ সালের মে মাসে এই পদে নিযুক্ত হয়ে এখন সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে রয়েছেন।

মোদীর এই বক্তব্যকে শুধু প্রশংসা নয়, বরং অমিত শাহের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি সূক্ষ্ম ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিজেপির অভ্যন্তরে আলোচনা চলছে যে, এবার শাহকে হয়তো আরও উচ্চস্তরের দায়িত্ব দেওয়া হতে পারে, এমনকি পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী (PM candidate) হিসেবেও বিবেচনা করা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen