বারাসতের বিজেপি প্রার্থী মাদক পাচারের সঙ্গে যুক্ত! কী বললেন কুণাল ঘোষ?

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে এবার বারাসত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।

March 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে এবার বারাসত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইনিই কি বিজেপির এবারের বারাসতের প্রার্থী? যদি হন, তাহলে তিনি মাদককান্ডে ঘোষিত অপরাধী। বিজেপি ব্যাখ্যা দিক।’ সঙ্গে একটি পেপার কাটিংয়ের ছবিও পোস্ট করেন তিনি। যেখানে লেখা রয়েছে গুয়াহাটির দায়রা আদালত স্বপন মজুমদারকে হেরোইন পাচারের একটি মামলায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের সাজা দেয়।

জানা গিয়েছে, ২০১৮ সালের একটি অপরাধ মূলক কাজে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাম জড়িয়ে যায়। সেই বিষয়টিই কুণাল তুলে ধরেছেন। এর আগেও বনগাঁর বিভিন্ন জায়গায় এই বিষয়টি নিয়ে পোস্টার পড়তে দেখা গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen