শিল্পবিমুখ বাংলা? নির্মলার দাবি নস্যাৎ করে কেন্দ্রেরই পরিসংখ্যান তুলে পাল্টা তোপ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৪০: সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গ থেকে শিল্প মুখ ফিরিয়ে নিচ্ছে এবং রাজ্যটি ক্রমেই ‘শিল্পবিমুখ’ হয়ে উঠছে। অর্থমন্ত্রীর সেই দাবির চব্বিশ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের (central government) নিজস্ব পরিসংখ্যান হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। শাসকদলের দাবি, কেন্দ্রের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স (MCA)-এর তথ্যই প্রমাণ করছে যে বিজেপির (BJP) এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল X (টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্টে বলা হয়েছে, বিজেপির পক্ষে বাংলার এই উন্নয়ন মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তারা সংসদে দাঁড়িয়ে পুরনো এবং মিথ্যা অপব্যাখ্যা করছেন। তৃণমূলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনমুখী উন্নয়ন প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে না পেরে বিজেপি (BJP) এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে।
অর্থমন্ত্রীর দাবি খণ্ডন করতে তৃণমূল যে পরিসংখ্যান (Ministry of Corporate Affairs-এর উত্তর অনুযায়ী) তুলে ধরেছে, তা হলো:
১. কোম্পানির সংখ্যা বৃদ্ধি: ২০১১ সালে পশ্চিমবঙ্গে নথিভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ১ লক্ষ ৩৭ হাজার ১৫৬। ২০২৫ সালে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৩৪৩-এ।
২. নতুন বিনিয়োগ: গত ছয় বছরে (৩১ জুলাই ২০২৫ পর্যন্ত) রাজ্যে ৪৪,০৪০টি নতুন কোম্পানি কাজ শুরু করেছে।
৩. শিল্পের স্থানান্তরণ: বিজেপি দাবি করেছিল বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে। সেই প্রসঙ্গে তথ্যে দেখা যাচ্ছে, উল্লেখিত সময়ে মাত্র ১,৭৪২টি কোম্পানি স্থানান্তরিত হয়েছে, যা নতুন কোম্পানি তৈরি হওয়ার সংখ্যার তুলনায় অত্যন্ত নগণ্য।
তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রের আর্থিক অবরোধ এবং বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্যে বিনিয়োগ ও শিল্পের প্রসার ঘটছে। অর্থমন্ত্রী যখন দাবি করছেন শিল্প বাংলা ছেড়ে পালাচ্ছে, তখন তাঁরই মন্ত্রকের তথ্য বলছে সম্পূর্ণ উল্টো কথা। বাংলার এই উন্নয়নের গতি বিজেপি হজম করতে পারছে না বলেই এই ধরণের বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছে রাজ্যের শাসকদল।
A bitter pill for @BJP4India to swallow!
After years of sermonising Bengal as “industry-averse,” Nirmala Sitharaman stood in Parliament yesterday and repeated the same tired script. Except, this time the data from her own Ministry exposes the BJP’s narrative as hollow. Why does… pic.twitter.com/ZjVHMrOkgb
— All India Trinamool Congress (@AITCofficial) December 5, 2025