মুর্শিদাবাদে তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে BJP? দেখুন চাঞ্চল্যকর ভিডিও

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে।

April 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। সাম্প্রদায়িক হিংসার জেরে বহু মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে অনেকেই ঘরে ফেরেছেন। এই আবহে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা বলছেন; তাঁরা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে তাঁদের বাড়িতে হামলা হয়েছে। তিনজনের নাম উল্লেখ করে বলেন, বিজেপি কর্মীরা তাঁদের বাড়িতে গুলি চালিয়েছেন। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

ভিডিওটি পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। এক্স হ্যান্ডেলে সাকেত লেখেন, “এই সত্যটি দেশের সংবাদ মাধ্যম কখনই আপনাকে বলবে না।

বাংলার একটি পরিবার বলেছে; আমাদের বাড়িতে মুসলিমরা আক্রমণ করেনি। বিজেপি কর্মীরা আক্রমণ করেছে। আমাদের উপর বিজেপি আক্রমণ করেছে কারণ আমরা তৃণমূল কংগ্রেসের ভোটার।”

তিনি আরও বলেন, বিজেপি বাংলায় সাম্প্রদায়িক ঘৃণার প্রচার চালাচ্ছে, অন্যদিকে তাদের নিজস্ব কর্মীরা হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে এবং মানুষকে বাস্তুচ্যুত করছে। বাংলায় সম্প্রীতি বজায় রয়েছে। ২০২৬ সালের নির্বাচনের জন্য মরিয়া হয়ে, বিজেপি ইচ্ছাকৃতভাবে বহিরাগত গুন্ডাদের ব্যবহার করে মানুষের উপর আক্রমণ করছে এবং হিংসা ছড়িয়ে দিচ্ছে। কেন? কারণ, বিজেপি নির্বাচনী ময়দানে ও গণতান্ত্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen