ভোটার তালিকার শুনানিতে বাতিল ওবিসি শংসাপত্র কি গ্রাহ্য? কমিশনকে দ্রুত সিদ্ধান্তের নির্দেশ হাই কোর্টের
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: বাতিল ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) ভোটার তালিকা (Voter list) সংশোধনের শুনানিতে নথি হিসেবে দেখানো যাবে কি না, তা নির্বাচন কমিশনকেই ঠিক করতে বলল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ অনুযায়ী, কমিশনকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সকারণ উত্তর মামলাকারী পক্ষকে জানাতে হবে।
রাজ্যে SIR বা ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়ায় পরিচয়পত্র বা প্রামাণ্য নথি হিসেবে বাতিল হয়ে যাওয়া ওবিসি শংসাপত্র যাতে ব্যবহার না করা হয়, সেই আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি (BJP)। সেই মামলার শুনানিপর্বেই এদিন কমিশনকে এই নির্দেশ দিয়েছে আদালত।
ইতিমধ্যেই রাজ্যে ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে শুনানি এবং নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, এই যাচাইকরণ পর্বে প্রামাণ্য নথি হিসেবে মোট ১৩টি নথির কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি শংসাপত্রও অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির দাবি, যেহেতু হাই কোর্ট ২০১০ সালের পরবর্তী ওবিসি শংসাপত্র বাতিল করেছে, তাই ভোটার তালিকার কাজে সেই নথির ব্যবহার আইনত গ্রাহ্য হওয়া উচিত নয়।
মামলাকারীর আইনজীবী অরিজিৎ বক্সী আদালতে যুক্তি দেন, গত বছর ২২ মে কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পরে তৈরি হওয়া রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল বলে ঘোষণা করেছিল। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, ভবিষ্যতে ওই সব শংসাপত্র আর কোথাও ব্যবহার করা যাবে না। তাই আসন্ন এসআইআর শুনানিতেও যাতে ওই বাতিল শংসাপত্রগুলি গ্রাহ্য না করা হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২২ মে, ২০২৪-এ কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় যে, ২০১০ সালের পর দেওয়া ওবিসি শংসাপত্রগুলি (OBC Certificate) আর বৈধ নয়। আদালত জানিয়েছিল, সঠিক সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করতে হবে। আদালতের কথামতো রাজ্য সরকার (State Government) নতুন করে সমীক্ষা করে বিজ্ঞপ্তি জারি করেছে।এই নিয়ে হাইকোর্টে আইনি লড়াই শুরু হয়, যা পরে শীর্ষ আদালতে পৌঁছয়। তবুও, রাজ্যের নতুন ওবিসি তালিকার ওপর সুপ্রিম কোর্ট (Supreme Court of India) কোনও স্থগিতাদেশ জারি করেনি।