ধর্নারত তৃণমূল প্রতিনিধিদলকে অভুক্ত রাখছে দিল্লি পুলিশ? আবার বিস্ফোরক অভিযোগ

জানা যাচ্ছে, কার্যত অভুক্ত অবস্থায়ই থানায় বসে আছেন প্রতিনিধিদলের বাকি সদস্যরা। এর প্রতিবাদে সাকেত এবং সাগরিকা থানার বাইরে আবার ধর্নায় বসেছেন বলে জানা যাচ্ছে

April 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ধর্নারত তৃণমূল প্রতিনিধিদলকে অভুক্ত রাখছে দিল্লি পুলিশ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার বিকেলে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে থেকে কার্যত টানাহেঁচড়া করে ধর্নারত ১০ সদস্যের তৃণমূল প্রতিনিধিদলকে তুলে নিয়ে মন্দির মার্গ থানার (Mandir Marg) পুলিশ। তরপর সেই থানায় গতকাল থেকে আবার ধর্নায় বসে প্রতিনিধিদলের সদস্যরা।

এদিন সকালে প্রতিনিধিদলের বাকি সদস্যদের জন্য খাবার আনতে বাইরে যান সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) এবং সাকেত গোখলে (Saket Gokhale)। ফেরার সময় তাদের আর থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠল। জানা যাচ্ছে, কার্যত অভুক্ত অবস্থায়ই থানায় বসে আছেন প্রতিনিধিদলের বাকি সদস্যরা। এর প্রতিবাদে সাকেত এবং সাগরিকা থানার বাইরে আবার ধর্নায় বসেছেন বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen