দিলীপ ঘোষ কী সত্যিই তৃণমূলে যোগ দিতে চলেছেন? যা বললেন স্ত্রী রিঙ্কু

দিলীপ ঘোষ কী সত্যিই তৃণমূলে যোগ দিতে চলেছেন? এনিয়ে মুখ খুললেন দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদার।

May 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিলীপ ঘোষ গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে। এখানেই শেষ নয়। তিনি একেবারে সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হেসে হেসে গল্পও করেন। এরপরই চটে লাল বিজেপির অনেকেই। ইতিমধ্যেই অনেকে বলতে শুরু করেছেন তাঁর সঙ্গে নাকি আগে থেকেই তৃণমূলের ঘনিষ্ঠতা রয়েছে। তবে দিলীপ ঘোষও এনিয়ে ছাড়ার মানুষ নন। প্রায় প্রতিটি আক্রমণের জবাব দিচ্ছেন তিনি।

দিলীপ ঘোষ কী সত্যিই তৃণমূলে যোগ দিতে চলেছেন? এনিয়ে মুখ খুললেন দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার। বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুরবাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষ বাড়ির নববধূকে। সেইসঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না। তিনি বলেন, নীতি আদর্শের সঙ্গে বিজেপি করেন তিনি। উনি কখনও তৃণমূলে যাবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen