তিন বছরে বার বার কমেছে ইপিএফের গ্রাহকের সংখ্যা, মোদীর কর্মসংস্থান গিমিকই?
২০২০-২১ আর্থিক বছরে এই সংখ্যাটি আরও হ্রাস পেয়ে হয়েছে ৮৫ লক্ষ ৪৮ হাজার ৮৯৮ জন।

গত তিন আর্থিক বছরে সারা দেশে লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) নতুন গ্রাহকের সংখ্যা। এর থেকে বোঝা যায়, কর্মসংস্থানই সার্বিকভাবে কমেছে। শুক্রবার পরিসংখ্যান মন্ত্রকের একটি রিপোর্ট প্রকাশ হলে মোদী সরকারের কর্মসংস্থান নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দেড় বছরে যে ১০ লক্ষ কর্মসংস্থানের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন, সেই নির্দেশ মত বেশ কিছু মন্ত্রক পদক্ষেপ নেওয়াও শুরু করেছে। কিন্তু ইপিএফের এই তথ্য জেনে অনেকেই বলা আরম্ভ করেছেন যে লোকসভা ভোটের দু’বছর আগে এহেন কর্মসংস্থানের নির্দেশ শুধুই গিমিক।
কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ আর্থিকবর্ষে সারা দেশে ইপিএফের নতুন গ্রাহকের সংখ্যা ছিল ১ কোটি ৩৯ লক্ষ ৪৪ হাজার ৩৪৯ জন। সেই সংখ্যা কমে ১ কোটি ১০ লক্ষ ৪০ হাজার ৬৮৩ জনে দাঁড়ায় ২০১৯-২০ অর্থবর্ষে । ২০২০-২১ আর্থিক বছরে এই সংখ্যাটি আরও হ্রাস পেয়ে হয়েছে ৮৫ লক্ষ ৪৮ হাজার ৮৯৮ জন।