শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠির জোরেই BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থা?

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৯: ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে লাগাতার অত্যাচারের শিকার হচ্ছেন বাঙালিরা। যার নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি? মে মাসের দুই তারিখে পাঠানো হয়েছে চিঠিটি। রাজ্যগুলিকে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করতে হবে। সন্দেহভাজনদের পরিচয়পত্র পরীক্ষা হবে। তাঁরা কর্মসূত্রে যদি ভিন রাজ্যে গিয়ে থাকে, তাহলে সেই সংক্রান্ত কাগজপত্র যাচাই করতে হবে। অনুপ্রবেশকারী বলে নিশ্চিত হলেই ‘ডিপোর্ট’। আট পাতার এই চিঠিকে হাতিয়ার করেই বাঙালি খেদাও অভিযানে নেমে পড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই চিঠির বিরুদ্ধে সরব হয়েছিলেন।

কেন্দ্রের চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘটনা প্রচার করা যাবে না। বৈদেশিক সম্পর্ক ও পড়শি দেশগুলির স্বার্থ জড়িয়ে, তাই এই নিষেধাজ্ঞা। স্পেশাল টাস্ক ফোর্স গঠন, চিহ্নিতদের বায়োমেট্রিক নেওয়ার নির্দেশও জারি করেছে কেন্দ্র। এরপরই পুলিশি অত্যাচারের একের পর এক অভিযোগ সামনে এসেছে ওড়িশা, অসম, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে। চিঠিতে একবারের জন্যও বলা হয়নি যে, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে। আইনানুগভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

চিঠি মে মাসের। বাংলাদেশি ও রোহিঙ্গা চিহ্নিতকরণ আরম্ভ হয়েছে তখন থেকেই। তারপরই ঘোষণা হয়েছে ভোটার তালিকার ইন্টেনসিভ রিভিশন। প্রথমে বিহার। আগামী মাসেই বাংলায় এবং তারপর গোটা দেশে। বাংলাদেশি বা রোহিঙ্গা চিহ্নিতকরণের নির্দেশ অপরিকল্পিত নয়। গোটা দেশের ভোটব্যাঙ্কের যোগ-বিয়োগ মাথায় রেখেই পদক্ষেপ করেছিল কেন্দ্রের। ডাবল ইঞ্জিন রাজ্যগুলি প্রথমেই ঠিক করে নিল, বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি। শুরু হল হেনস্থা। বঙ্গ বিজেপি চুপ। বাঙালি নির্যাতন তারা বোবা দর্শকের মতো দেখছে। তৃণমূল পুরোদস্তুর আন্দোলনে নেমেছে। বামেরাও পথে নেমেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen