এবার পালা তৃণমূলের রাজ্য শাখার সাংগঠনিক কাঠামোয় রদবদলের?

জাতীয় কর্মসমিতির বৈঠকে সাংগঠনিক একাধিক বিষয়ে পদক্ষেপ করা হয়েছে।

November 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবার পালা তৃণমূলের রাজ্য শাখার সাংগঠনিক কাঠামোয় রদবদলের?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার পালা তৃণমূলের সাংগঠনিক কাঠামোয় রদবদলের। সূত্রের খবর, দলের রাজ্য শাখার সাংগঠনিক কাঠামোয় এবার বেশ কিছু বদল আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। জাতীয় কর্মসমিতিতে বৈঠকের পর বেশ কয়েকটি কমিটিতে আদল-বদল করা হয়েছে। এবার রাজ্য কমিটিতেও রদবদলের প্রবল সম্ভাবনা। ডিসেম্বরের শেষদিকে বা জানুয়ারির গোড়ায় তৃণমূলের রাজ্য কমিটির বৈঠক হতে পারে বলে খবর।

জাতীয় কর্মসমিতির বৈঠকে সাংগঠনিক একাধিক বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। কয়েকটি কমিটি ঢেলে সাজানো হয়েছে। কয়েকটি কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে নতুন পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, কিছুদিনের মধ্যে দলের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে কিছু অদলবদল করা হতে পারে। জেলা, ব্লক এবং ওয়ার্ড সভাপতিদের পদে রদবদল করতে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য মুখপাত্রদের নতুন তালিকা প্রকাশিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen