BJP প্রার্থীর দরাজ সার্টিফিকেট সিপিএম-কে, তলে তলে রাম-বাম জোট? দেখুন ভিডিও

আপাত বাম বলে পরিচিতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পদ ছেড়ে ১৮০ ডিগ্রি পাল্টি মেরে গেরুয়া জামা পরেছেন।

May 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: নিজস্ব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আপাত বাম বলে পরিচিতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পদ ছেড়ে ১৮০ ডিগ্রি পাল্টি মেরে গেরুয়া জামা পরেছেন। টিকিট পেয়ে তমলুক থেকে প্রার্থী হয়েছেন। সম্প্রতি এক ডিজিটাল সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার অভিজিৎ জানান, তিনি সিপিএমকে প্রতিপক্ষ বলে মনে করেন। অভিজিতের কথায় সিপিএম বড় বড় মিছিল করছে। সাক্ষাৎকারের এই অংশটির ভিডিও সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

ভিডিওটি পোস্ট করে সূর্যকান্ত মিশ্র লেখেন, “আমাদের আত্মতুষ্টির অবকাশ নেই।” উল্লেখ্য, বারবার রাম-বাম আঁতাঁতের অভিযোগ করে রাজ্যের শাসক দল। এ ঘটনায় ফের একবার সে অভিযোগ সত্যি প্রমাণ হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen