খাদ্যশস্যের প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহার কমানোর ‘ষড়যন্ত্র’ মোদী সরকারের? সরব তৃণমূল

October 16, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫০: পাটের অর্থাৎ চটের ব্যাগ ব্যবহার বন্ধের ‘ষড়যন্ত্র’-র জাল বোনা হচ্ছে দিল্লিতে? জোর গুঞ্জন রাজধানীর অলিন্দে। শোনা যাচ্ছে, প্লাস্টিক ‘লবি’র চাপে চাল, গমের মতো খাদ্যশস্যের প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহার কমানোর পরিকল্পনা করছে মোদী সরকার। এমনকী চিনির ক্ষেত্রেও প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের নীতিতে পরিবর্তন আনতে কেন্দ্র, এমন জল্পনা চলছে। বসে নেই তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ তথা বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারর্পাসন দোলা সেন, সরকারের সুপ্ত বাসনা ভেস্তে দিতে ময়দানে নেমেছেন। বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি দিয়ে তিনি এ বিষয়ে সরকারের মনোভাব জানতে চেয়েছেন। কোনওভাবেই আবশ্যিক নীতি বদলানো যাবে না, এই মর্মে দাবিও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, খাদ্যশস্য প্যাকেজিংয়ে ১০০ শতাংশ ক্ষেত্রেই চটের ব্যাগ ব্যবহার আবশ্যিক। চিনির ক্ষেত্রে ন্যূনতম ২০ শতাংশ প্যাকেজিং করতে হবে চটের ব্যাগে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকাকালীন বাংলার পাট চাষিদের স্বার্থরক্ষায় চটের ব্যাগে খাদ্যশস্যের প্যাকেজিং নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্লাস্টিক ব্যাগের ব্যবহার বাড়াতে চটের ব্যাগের ব্যবহার কমাতে মরিয়া কেন্দ্র। চাল-গমের মতো খাদ্যশস্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রে চটের ব্যাগ ব্যবহার ১০ শতাংশ কমানো হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। এমনটা হলে বাংলার পাট চাষিরা ক্ষতির মুখে পড়বেন। তাই কোনওরকম বিলম্ব না-করে গিরিরাজ সিংকে চিঠি দিয়ে বিষয়টি স্পষ্ট করে নিতে চেয়েছেন। প্রথম দফায় ‘বিষয়টি দেখছি’ বলে জানান মন্ত্রী। অন্য চিঠিতে তিনি আশ্বাস দিয়েছেন, আইনের অমান্য হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen