মহম্মদ শামি কি ফিরছেন ? নির্বাচকদের ‘ইউ-টার্নে’ ভারতীয় দলে কামব্যাকের জোর জল্পনা

December 31, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৫: মহম্মদ শামির আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ ছিল ২০২৫ সালের মার্চে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তার পর দীর্ঘ সময় জাতীয় দলে দেখা যায়নি এই অভিজ্ঞ পেসারকে। তবে সাম্প্রতিক এক বড় আপডেটে ইঙ্গিত মিলছে, ভারতীয় দলে শামির প্রত্যাবর্তনের রাস্তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের নির্বাচক কমিটি শামিকে নিয়ে ফের ভাবনাচিন্তা শুরু করেছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স সত্ত্বেও এতদিন তাঁকে উপেক্ষা করা হলেও, এবার নাকি সেই অবস্থানে পরিবর্তন আসতে পারে। বোর্ড সূত্রের দাবি, শামি এখনও নির্বাচকদের রাডারের বাইরে নন। একমাত্র প্রশ্ন তাঁর ফিটনেস নিয়ে। তবে ফিট থাকলে উইকেট নেওয়ার ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে বোর্ড।

২০২৫ সালের জানুয়ারিতে দীর্ঘ চোট-পর্ব কাটিয়ে শামি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। অ্যাকিলিস টেন্ডনের অস্ত্রোপচারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে কামব্যাক করেন তিনি। যদিও আইপিএল ২০২৫-এ ছন্দহীন পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হয় এবং পরবর্তী কয়েকটি আন্তর্জাতিক সিরিজে জায়গা হয়নি।

তবে ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চেনাতে ভোলেননি শামি। রঞ্জি ট্রফির প্রথম ভাগে ২০ উইকেট, গুজরাটের বিরুদ্ধে পাঁচ উইকেট, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ম্যাচে ১৭ উইকেট—সব মিলিয়ে তাঁর ধারাবাহিকতা নজর কেড়েছে। বিজয় হাজারে ট্রফিতেও বাংলার হয়ে শুরুটা দারুণ, প্রথম চার ম্যাচেই একাধিক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন।

আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ কয়েকজন প্রথম সারির পেসারকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে অভিজ্ঞ শামি ভারতীয় দলে আদর্শ বিকল্প হতে পারেন। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ওয়ানডে রেকর্ড (১৬ ম্যাচে ৩৮ উইকেট) নির্বাচকদের ভাবনায় বাড়তি গুরুত্ব পাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen